Paschim Medinipur News: যাত্রা করে মেলে রুপোর পদক! এখন সংসার টানতে ভরসা চাষবাস, কঠিন লড়াই এই শিল্পীর

Last Updated:

Paschim Medinipur News: দীর্ঘ ৫০ বছর আগে তিনি যাত্রাদলে হয়ে উঠেছিলেন সুপারস্টার। বাড়িতে স্ত্রী ছেলের সংসার। সংসারের হাল ধরতে চাষবাসই ভরসা।

+
যাত্রাশিল্পী

যাত্রাশিল্পী অসীম কুমার দে 

দাঁতন: তখন হারিকেন লাইটে চলছে প্রম্পট, হ্যাজাক লাইটে চলছে যাত্রা পরিবেশন। একের ওপর এক অভিনয় ভুল পরিবেশন। তবে শেষে হাল ধরল এক তরুণ অভিনেতা। যাত্রাকে নিয়ে গেল সামাজিকতার এক অনন্য পর্যায়ে। পরিশ্রমের ফল হিসেবে পেল রৌপ্য পদকও। যাত্রাপালা গান থেকে অভিনয়, সবই ছিল তাঁর নখ দর্পনে। মেরে কেটে বয়স তখন সবে এগারো কিংবা বারো। তবে সময়ের তালে হারিয়েছে সেই সংস্কৃতিটুকুও। সেদিনের সেই শিশু শিল্পীর, এখন পরিবারে অর্থ আসে চাষবাসের মধ্য দিয়ে।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পানিথুপিয়ার বাসিন্দা অসীম কুমার দে। সালটা ১৯৭৩ কিংবা ৭৪ । তখন খুব অল্প বয়স অসীম বাবুর। গ্রামীণ যাত্রাদলে গান এবং অভিনয় করতেন তিনি। তবে পরিবারের আর্থিক অভাবের জন্য ছেড়ে দিতে হয় যাত্রাপালা গান। শুরু হয় জীবন যুদ্ধে লড়াইয়ের কাহিনী।
advertisement
advertisement
যখন তিনি ষষ্ঠ-সপ্তম শ্রেণীতে পড়তেন, তখন গ্রামীণ এলাকায় হওয়া যাত্রাপালা গান থেকে শিখেছেন গান গাওয়া। ঘরে সংস্কৃতি চর্চা থাকলেও তিনি লুকিয়ে যেতেন যাত্রাদলে গান করতে। তবে সেই দীর্ঘ ৫০ বছর আগে তিনি যাত্রাদলে হয়ে উঠেছিলেন সুপারস্টার। বাড়িতে স্ত্রী ছেলের সংসার। সংসারের হাল ধরতে চাষবাসই ভরসা। অভাব অনটনের মধ্যে পড়ে গান, নাচ সংস্কৃতি অচিরে ইতিহাসে পরিণত হয়। এখনও কানে বাজে পুরনো দিনের যাত্রা গানের সুর। তবে আর ফিরে যাওয়ার উপায় নেই।  সে দিনের কুমার অসীম আজ বৃদ্ধ অবস্থায়। যাত্রাপালা গান বেঁচে থাকুক এটাই আর্জি।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: যাত্রা করে মেলে রুপোর পদক! এখন সংসার টানতে ভরসা চাষবাস, কঠিন লড়াই এই শিল্পীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement