বাঁকুড়া: বাঁকুড়ার হটগ্রাম উপরপাড়া আইসিডিএস কেন্দ্রে ভয়াবহ ঘটনা। ফের খাবারে প্রাণী! আইসিডিএস থেকে দেয়াও খাবারে পাওয়া গেল একটি বড় টিকটিকি। সেদ্ধ অবস্থায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৩০ জন শিশু। বেশ কয়েকজন শিশুকে তড়িঘড়ি পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটিতে অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কিন্তু কেন খাবারে টিকটিকি পড়ল? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: এক ঝটকায় আবহাওয়া বদল! ২৪ ঘণ্টায় কলকাতা-সহ বাংলায় হু হু করে বাড়বে তাপমাত্রা, জানুন ওয়েদার আপডেট
আইসিডিএস কেন্দ্রটিতে রয়েছেন মোট ৮০ জন উপভোক্তা। প্রতিদিনের মতোই এদিন সকালে রান্না করা খিচুড়ি প্রত্যেকেই বাড়ি নিয়ে যান। এক শিশুর মা খাবার খাওয়াতে খাওয়াতে লক্ষ্য করেন খাবারের মধ্যে পড়ে রয়েছে একটি টিকটিকি। তাও আবার সেদ্ধ হওয়া আস্ত টিকটিকি। টিকটিকিটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ায় বিষক্রিয়ার আশঙ্কা দানা বাঁধে প্রত্যেকের মধ্যে। জানা যায়, কয়েক জন শিশু বমি করতে আরম্ভ করেছে, আবার কারও মাথা ঝিমঝিম করছে।
টিকটিকি যুক্ত খিচুড়ি খাওয়া প্রায় ৩০ জন শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাটগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে। পরে বেশ কয়েকজনকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আইসিডিএস-এর দায়িত্বে থাকা আধিকারিক জানান, রান্নাঘর অন্ধকার হয়ে থাকে, সে কারণে খাবারের টিকটিকি পড়া সত্ত্বেও তাঁরা দেখতে পাননি। এ ছাড়া তিনি দাবি করেন, খাবার খেয়ে শিশুদের কেউই তেমন গুরুতর অসুস্থ হয়ে পড়েনি।
নীলাঞ্জন ব্যানার্জী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anganwadi, Mid Day Meal