Dengue Death: রাতের ঘুম কেড়ে নিচ্ছে ডেঙ্গি, জেলায় ফের মৃত্যু... বাড়ছে উদ্বেগ

Last Updated:

শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বছর ২৭ এর এক যুবকের।

জেলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু
জেলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু
মেদিনীপুর: জেলা জুড়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। বিভিন্ন ব্লকে ডেঙ্গির গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে এর মাঝে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের।
শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বছর ২৭ এর এক যুবকের। জানা গিয়েছে যুবকের বাড়ি মেদিনীপুর শহরের একটি এলাকায়। কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই যুবক। বৃহস্পতিবারই তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে। এরপর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
গোটা বিষয় নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গির পরিস্থিতি খুব উদ্বেগজনক না হলেও কত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের হার বেশি। যে সব এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি সেই সব জায়গায় নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
advertisement
advertisement
চলতি মাসের ২ তারিখ মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সংক্রমিত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। এরপর শুক্রবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যু নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২। গোটা ঘটনায় কিছুটা হলেও চিন্তিত জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Dengue Death: রাতের ঘুম কেড়ে নিচ্ছে ডেঙ্গি, জেলায় ফের মৃত্যু... বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement