West Medinipur News: দস্যু দলপতির নামে গড়বাড়ি! নারায়ণগড়ের বিনয়গড়ে ইতিহাসের বিস্ময়কর সাক্ষী, প্রশাসনিক উদ্যোগে হতে পারে নতুন পর্যটন কেন্দ্র
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur News: ভগ্নপ্রায় একটি প্রাচীন বাড়ি, কয়েক মিটার দূরেই শান বাঁধানো পুকুর, চারপাশে জঙ্গল ঘেরা নিস্তব্ধ পরিবেশ—এই দৃশ্যের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে এক ইতিহাসের নীরব সাক্ষী।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভগ্নপ্রায় একটি প্রাচীন বাড়ি, কয়েক মিটার দূরেই শান বাঁধানো পুকুর, চারপাশে জঙ্গল ঘেরা নিস্তব্ধ পরিবেশ—এই দৃশ্যের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে এক ইতিহাসের নীরব সাক্ষী। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকার এই প্রাচীন ইমারত শুধু একটি স্থাপত্য নয়, বরং দস্যুবৃত্তি ছেড়ে মূল স্রোতে ফিরে আসার এক বিস্ময়কর কাহিনীর স্মারক।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, কয়েকশো বছর আগে রাজাদের শাসনকালেই দস্যুদের দৌরাত্ম্য ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। কোথাও অত্যাচারী রাজা, কোথাও আবার প্রজাহিতৈষী শাসক—এই দুই বিপরীত চরিত্রের পাশাপাশি দস্যু আক্রমণের বহু নজির রয়েছে বাংলার ইতিহাসে। তবে এক সময় দস্যু দলপতির নামে গড়বাড়ি নির্মাণ করেছিলেন এক রাজা—এমন ঘটনা শুনলে বিস্মিত হতে হয়। ইতিহাসবিদদের গবেষণায় উঠে এসেছে, নারায়ণগড়ে এমনই এক ব্যতিক্রমী অধ্যায়ের কথা।
advertisement
advertisement
গবেষকদের মতে, নারায়ণগড়ের পাল রাজবংশের সূচনা হয় বাংলার ৬৭১ সনে। সেই সময় এলাকায় খয়রা ও মিজি দস্যুজাতির আতঙ্কে সাধারণ মানুষ তটস্থ ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা গন্ধর্ব পাল দস্যু দমনের পাশাপাশি তাঁদের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তাঁর পুত্র নারায়ণবল্লভের নাম অনুসারেই ‘নারায়ণগড়’ নামকরণ হয়েছে বলে মনে করেন গবেষকেরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নারায়ণবল্লভের পুত্র দেবীবল্লভ ছিলেন আমোদপ্রিয় ও উদার মনের শাসক। তিনি খয়রাজাতিদের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়ে নারায়ণগড় থেকে কয়েক ক্রোশ দূরে জঙ্গলঘেরা এক মনোরম স্থানে একটি গড়বাড়ি নির্মাণ করান। ইতিহাসবিদদের ধারণা, দস্যু দলপতি বিনায়কের নামেই এই গড়ের নাম হয় ‘বিনয়গড়’। এখানে ছিল প্রমোদ ভবন, হাওয়ামহল, আস্তাবল, বারদুয়ারি ও বৃহৎ ঝিল—যার বাঁধ ‘রণবাঁধ’ নামে পরিচিত।
advertisement
আজ সেই বিনয়গড়ের অধিকাংশই ধ্বংসপ্রায়। তবু কারুকার্যখচিত ধ্বংসাবশেষ আজও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। স্থানীয়দের দাবি, প্রশাসনের উদ্যোগে এই ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার এই বিস্মৃত অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে পারে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 22, 2026 7:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: দস্যু দলপতির নামে গড়বাড়ি! নারায়ণগড়ের বিনয়গড়ে ইতিহাসের বিস্ময়কর সাক্ষী, প্রশাসনিক উদ্যোগে হতে পারে নতুন পর্যটন কেন্দ্র









