West Medinipur News: দ্বিতীয় গড়বেতা-৩, তৃতীয় মোহনপুর! মেদিনীপুরের ‘সৃষ্টিশ্রী’ মেলায় সেরার শিরোপা পেল কারা? জানুন ফলাফল

Last Updated:

West Medinipur News: সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথে এই অগ্রযাত্রা আগামী দিনে আরও গতি পাবে বলেই আশাবাদী প্রশাসন ও অংশগ্রহণকারীরা।

সৃষ্টিশ্রী মেলায় পুরস্কার প্রদান
সৃষ্টিশ্রী মেলায় পুরস্কার প্রদান
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে প্রশংসনীয় সারা রাজ্যে। গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলেছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প পৌঁছে দিয়েছে তাদের শ্রেষ্ঠত্বের শিখরে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্যকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল ‘সৃষ্টিশ্রী’ মেলা। গত সোমবার এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শিউলি সাহা-সহ জেলা প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লকের কাজের মূল্যায়ন করে সেরাদের পুরস্কৃত করা হয়। ভাল কাজের নিরিখে জেলায় প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ ব্লকের সম্মান পায় দাঁতন ২ ব্লক। দ্বিতীয় স্থান অর্জন করে গড়বেতা ৩ ব্লক এবং তৃতীয় স্থান পায় মোহনপুর ব্লক। এই মেলার মূল লক্ষ্য গ্রামবাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি পণ্য ও হস্তশিল্পের সঠিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। মেলায় জেলার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি খাদ্যসামগ্রী, হস্তশিল্প, পোশাক, গৃহসজ্জার সামগ্রী প্রদর্শিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই পণ্যের চাহিদা বাড়াতে এই ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মত উদ্যোক্তাদের।
advertisement
advertisement
দাঁতন ২ ব্লকের এই সাফল্যে উচ্ছ্বসিত ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অভিরূপ ভট্টাচার্য। তিনি বলেন, “এই সাফল্যের পুরো কৃতিত্ব আমাদের ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাঁদের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও দায়িত্ববোধের ফলেই আজ দাঁতন ২ ব্লক জেলার সেরা হওয়ার সম্মান পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা শুধু সহযোগিতা করেছি, আসল কাজটা করেছেন গ্রামের মহিলারাই।”।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, এই ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে। ভবিষ্যতেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্যের বাজার আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ‘সৃষ্টিশ্রী’ মেলার মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথে এই অগ্রযাত্রা আগামী দিনে আরও গতি পাবে বলেই আশাবাদী প্রশাসন ও অংশগ্রহণকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: দ্বিতীয় গড়বেতা-৩, তৃতীয় মোহনপুর! মেদিনীপুরের ‘সৃষ্টিশ্রী’ মেলায় সেরার শিরোপা পেল কারা? জানুন ফলাফল
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement