South 24 Parganas News: নদীর রাক্ষুসে গ্রাস থেকে এবার বাঁচাবে 'সবুজ সৈন্য', সুন্দরবনের ভাঙন রুখতে নতুন দাওয়াই! পুরোটা জানুন

Last Updated:

South 24 Parganas News: নদীর করালগ্রাস থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে শুরু হয়েছে ম্যানগ্রোভ নার্সারি। কার্যত সবুজ প্রাচীর তৈরির প্ল্যান।

+
ম্যানগ্রোভ

ম্যানগ্রোভ চারা বসানো হচ্ছে

দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, সুমন সাহা: কথায় বলে নদীর ধারে বাস, দুঃখ বারো মাস। প্রতিবছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটে নদী তীরবর্তী হাজার হাজার মানুষের। কখনও বসতভিটে, কখনও চাষের জমি, আবার কখনও গোটা গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায় মুহূর্তেই। তবে এই ভাঙনের বিরুদ্ধে এবার এক নতুন আশার আলো। বিপদ মুক্তির স্বাদ পাচ্ছেন এলাকার মানুষ।
নদীর করালগ্রাস থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে শুরু হয়েছে ম্যানগ্রোভ নার্সারি। নদীর চরে লাগানো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, যা প্রাকৃতিকভাবে নদীবাঁধকে মজবুত করবে। বর্ষা শুরু হলেই নদীর জলস্তর বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে নদীভাঙনের আশঙ্কা। প্রবল স্রোত আর অপরিকল্পিত বাঁধ, সবমিলিয়ে নদী তীরবর্তী মানুষের জীবন হয়ে ওঠে অনিশ্চিত।
আরও পড়ুন: ঝাড়গ্রামে বসন্তেই গ্রীষ্মের দাপট! তড়তড়িয়ে বাড়ল পারদ, তাপমাত্রা কত জানলে কপালে উঠবে চোখ
এই নদীই একদিকে যেমন জীবিকার উৎস, অন্যদিকে তেমনি ভয়ংকর শত্রু। প্রতিবছর ভাঙনে ঘরছাড়া হন অসংখ্য পরিবার। ভিটেমাটি হারিয়ে অনেকে আশ্রয় নেন বাঁধের ওপর কিংবা খোলা আকাশের নিচে। এই বুঝি নতুন করে ভাঙন, এই ভয়াবহ বাস্তবতার মাঝেই আশার আলো ভাঙনের হাত থেকে মুক্তি পেতে শুরু হল ম্যানগ্রোভ লাগানোর কাজ এবং নার্সারি তৈরি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নদীভাঙন রোধে প্রাকৃতিক সমাধান হিসেবে তারা বেছে নিয়েছেন ম্যানগ্রোভ গাছ। ম্যানগ্রোভ গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে, নদীর স্রোতের ধাক্কা কমায় এবং ধীরে ধীরে তৈরি করে এক প্রাকৃতিক বাঁধ। তাই ভাঙনের সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি হয়েছে ম্যানগ্রোভ নার্সারি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নদীর রাক্ষুসে গ্রাস থেকে এবার বাঁচাবে 'সবুজ সৈন্য', সুন্দরবনের ভাঙন রুখতে নতুন দাওয়াই! পুরোটা জানুন