Gangasagar Mela 2026: পরিজনরা ছেড়ে গেলেও হাল ছাড়েনি প্রশাসন, হারানো পুণ্যার্থীদের খুঁজে খুঁজে ফেরানো হচ্ছে বাড়ি

Last Updated:

Gangasagar Mela 2026: সাগরমেলা শেষের পরেও থেকে গিয়েছিলেন তাঁরা, এবার তেমন ৩৭ জনকে খুঁজে খুঁজে ফেরানো হচ্ছে বাড়িতে।

অসুস্থ পূণ্যার্থীদের ফেরানো হচ্ছে 
অসুস্থ পূণ্যার্থীদের ফেরানো হচ্ছে 
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাগরমেলা শেষের পরেও থেকে গিয়েছিলেন তাঁরা। এবার তাঁদের খুঁজে খুঁজে ফেরানো হচ্ছে বাড়িতে। প্রায় ৩৭ জনকে খুঁজে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। সাগরমেলা শেষের পর সরকারি নিয়মে মেলাশেষে সবাই ফিরে গিয়েছেন আপন আপন জায়গায়।
কিন্তু রয়েছেন ওঁরা, হাসপাতালে নয়তো রাস্তার পাশে। প্রিয়জনকে হারিয়ে কিংবা নিজের ঠিকানা ভুলে।  এরকম এক ব্যক্তি মধ্যপ্রদেশের শংকরলাল (৭৮)। তিনি পূণ্য করতে এসে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন কাকদ্বীপের হাসপাতালে। তাঁকে বাড়িতে পাঠানো হয়েছে ইতিমধ্যে। এরকম ৩৭ জন ছিলেন বিভিন্ন জায়গায়। প্রত্যেককেই বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
advertisement
advertisement
একই সঙ্গে যাঁরা মেলায় এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, হ্যাম রেডিয়োর মাধ্যমে তাঁদের সবাইকেই খুঁজে পাওয়া গিয়েছে। তাঁদেরও পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যে কেউ কেউ হারিয়ে যান, আবার কাউকে নিজের বাড়ির লোকই ফেলে চলে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সবাইকে বাড়িতে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, বেশ কিছু বৃদ্ধ-বৃদ্ধা ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নানা জায়গায় খুঁজলেও তাঁদের না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন পরিজনরা। তাঁদের মধ্যে আবার অনেকে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভরতি করতে হয়েছিল। আবার কাউকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল অস্থায়ী হাসপাতালে। মেলা ভাঙার পর তাঁদের পরিবারের খোঁজ না পাওয়ায় ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, সাগরের রুদ্রনগর সহ বেশ কিছু হাসপাতালে স্থানান্তর করা হয়। সুস্থ হয়ে যাওয়া এইসব পুণ্যার্থীদের বাড়িতে ফেরাতে পেরে খুশি প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: পরিজনরা ছেড়ে গেলেও হাল ছাড়েনি প্রশাসন, হারানো পুণ্যার্থীদের খুঁজে খুঁজে ফেরানো হচ্ছে বাড়ি