South 24 Parganas News: মুড়িগঙ্গায় ভয়ঙ্কর ঘটনা! ডুবল বাংলাদেশি বার্জ, প্রশাসনিক তৎপরতায় উদ্ধার ১১

Last Updated:

South 24 Parganas News: মুড়িগঙ্গাতে ডুবল বাংলাদেশি বার্জ। বার্জটি ফ্লাই অ্যাশে ভরা ছিল। ফলে দূষণ ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।প্রাশাসনিকভাবে ডুবন্ত বার্জ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

ডুবছে এমভি তানভীর বার্জ 
ডুবছে এমভি তানভীর বার্জ 
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মুড়িগঙ্গাতে ডুবল বাংলাদেশি বার্জ। বার্জটি ফ্লাই অ্যাশে ভরা ছিল। ফলে দূষণ ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।প্রাশাসনিকভাবে ডুবন্ত বার্জ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। নদীর চড়ায় ধাক্কা মারার ফলে এই ঘটনা ঘটে‌। ওই বার্জে ১১ জন ছিলেন। এর মধ্যে একজন ভারতীয় নাবিক ও ১০ জন বাংলাদেশী ক্রু মেম্বার ছিলেন বলে জানা গিয়েছে। বার্জটির নাম এমভি তামজিদ নাসির। কচুবেড়িয়া ও লট এইট এর মাঝে এই ঘটনা ঘটে।
রাতেই বার্জ থেকে নাবিকদের নিরাপদে বের করতে পেরেছে পুলিশ। এরপর বাংলাদেশগামী অন্য একটি জাহাজে তাদের তুলে দেওয়া হয়েছে। তারা নিরাপদেই ফিরে গিয়েছে। যদিও বার্জের ৯০ শতাংশ অংশ জলে ডুবে গিয়েছে। ফলে নদীতে দূষণ ছড়ানোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বজবজ থেকে ওই বার্জটি ছেড়ে যাওয়ার পর ভাটার টানে কচুবেড়িয়ার কাছে এই ঘটনা ঘটে।
advertisement
advertisement
ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে দেখতে কলকাতা পোর্ট ট্রাস্টে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভেসেল চলাচলের পথে ডুবন্ত বার্জটি যাতে সমস্যা না সৃষ্টি করে সেটি দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেচ দফতরের আধিকারিকগণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগেও মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশী জাহাজডুবির ঘটনা ঘটেছিল। মূলত ফ্লাইআ্যশ বোঝাই এই জাহাজগুলি ডুবে গেলে সমস্যা সৃষ্টি হয়। নদীতে দূষণ বাড়ে। একাধিকবার এই কথা জানিয়েছেন স্থানীয়রা। নতুন এই বার্জ ডুবির ফলে আতঙ্ক ছড়িয়েছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, এর ফলে নদীর মাছ দূষণের শিকার হবেন। এই ফ্লাইআ্যশ তুলে ফেললে খুবই ভাল হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মুড়িগঙ্গায় ভয়ঙ্কর ঘটনা! ডুবল বাংলাদেশি বার্জ, প্রশাসনিক তৎপরতায় উদ্ধার ১১
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা

  • সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া

  • রাজ্যের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement