South 24 Parganas News: ভিন জেলা থেকে এসে গাঁজা বিক্রির চেষ্টা! পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ল ৬ জন, প্রায় ৫০ কেজি মাদক উদ্ধার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
South 24 Parganas News: প্রায় ৫০ কেজি গাঁজা সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পণ মন্ডলঃ গোপন সূত্র মারফৎ খবর পেয়ে বড়সড় সাফল্য। প্রায় ৫০ কেজি গাঁজা সহ মোট ৬ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই মালদহের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের লক্ষ্য ছিল মালদহ থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্রি করা। আগাম খবর পেয়ে আগে থেকেই কালিকাপুর এলাকায় নজরদারি চালাচ্ছিল সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপ।
আরও পড়ুনঃ জল সংকট মোকাবিলায় নয়া দিশা! স্বল্প খরচ-সহজ প্রযুক্তিতে বৃষ্টির জল সংরক্ষণ, পুরুলিয়ার স্কুল ছাত্রীদের তাক লাগানো প্রোজেক্ট
মঙ্গলবার শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে এসে ধৃতরা কালিকাপুর স্টেশনে নামেন। সেখান থেকে কালিকাপুরেরই একটি ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাঁজা হস্তান্তরের পরিকল্পনা ছিল। সেই সময়ই অভিযান চালিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে একসঙ্গে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বিভিন্ন জায়গায় বিক্রির পরিকল্পনা ছিল। ইতিমধ্যেই সেই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হওয়া ৬ জনকে আজ বুধবার আলিপুর আদালতে পেশ করা হবে। গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 21, 2026 10:28 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ভিন জেলা থেকে এসে গাঁজা বিক্রির চেষ্টা! পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ল ৬ জন, প্রায় ৫০ কেজি মাদক উদ্ধার












