Purulia News: জল সংকট মোকাবিলায় নয়া দিশা! স্বল্প খরচ-সহজ প্রযুক্তিতে বৃষ্টির জল সংরক্ষণ, পুরুলিয়ার স্কুল ছাত্রীদের তাক লাগানো প্রোজেক্ট

Last Updated:

Purulia News: শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মতে, এই ধরনের প্রজেক্ট পড়ুয়াদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

+
বৃষ্টির

বৃষ্টির জল সংরক্ষণের প্রোজেক্ট

পুরুলিয়া, শান্তনু দাসঃ জলের সংকট মোকাবিলায় বৃষ্টির জল সংরক্ষণ ও তার সদ্ব্যবহার নিয়ে এক অভিনব প্রোজেক্ট তৈরি করে তাক লাগাল পুরুলিয়ার তিন স্কুল ছাত্রী। পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাঁরা স্বল্প খরচে ও সহজ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, তা হাতেকলমে উপস্থাপন করেছে।
এই প্রোজেক্টের মাধ্যমে ছাত্রীরা দেখিয়েছে, কীভাবে সহজ প্রযুক্তি ও স্বল্প খরচে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় এবং সেই জল দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। হুড়া উচ্চতর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী, সরস্বতী মণ্ডল, শর্মিরা মণ্ডল ও বর্ষা মাহাতো এই প্রোজেক্টটি তৈরি করেছে। ছাত্রীদের এই উদ্যোগ জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিশাও দেখিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কলমের আঁচড়ে সমাজ বদলের ডাক! নারী শিক্ষার প্রসারে পুরুলিয়ার কবির অভিনব উদ্যোগ, নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ
এই প্রোজেক্টের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছে, বড় প্রযুক্তি নয়, সচেতন চিন্তাভাবনা ও সামান্য উদ্যোগই জল সংরক্ষণের পথে বড় পরিবর্তন আনতে পারে। ছাত্রীদের বক্তব্য, “আমরা এই প্রোজেক্টের মাধ্যমে দেখাতে চেয়েছি কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে সেটিকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। জল সংকটের সময় এই পদ্ধতি খুবই উপকারী হতে পারে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মতে, এই ধরনের প্রোজেক্ট পড়ুয়াদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয় প্রোজেক্টেই সীমাবদ্ধ নয়, বরং জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ দিশা দেখিয়ে দিল বলে মনে করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: জল সংকট মোকাবিলায় নয়া দিশা! স্বল্প খরচ-সহজ প্রযুক্তিতে বৃষ্টির জল সংরক্ষণ, পুরুলিয়ার স্কুল ছাত্রীদের তাক লাগানো প্রোজেক্ট
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement