Purulia News: কলমের আঁচড়ে সমাজ বদলের ডাক! নারী শিক্ষার প্রসারে পুরুলিয়ার কবির অভিনব উদ্যোগ, নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: একজন কবির কলম সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হতে পারে, তা বারবার প্রমাণ করে চলেছেন পুরুলিয়ার এই সাহিত্যসাধক।
পুরুলিয়া, শান্তনু দাসঃ নারী শিক্ষার প্রসারে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরা। সমাজের গভীরে প্রোথিত কুসংস্কার, বৈষম্য ও নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে তিনি কলমকেই হাতিয়ার করে নিরলসভাবে সমাজ পরিবর্তনের কাজে ব্রতী হয়েছেন। আদ্রা নিবাসী এই কবির কবিতায় বারবার উঠে এসেছে নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহ রোধ, কন্যাভ্রূণ হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু। সহজ ভাষা ও হৃদয়স্পর্শী ভাবনায় রচিত তাঁর কবিতাগুলি পাঠকের মনে গভীর প্রভাব ফেলছে।
নারীর শিক্ষা, আত্মসম্মান ও স্বাধীনতার গুরুত্বের মতো বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীলভাবে নিজের লেখনীতে তুলে ধরেছেন সুমিতবাবু। শহর থেকে শুরু করে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাঁর লেখা মানুষকে নতুন করে ভাবতে শেখাচ্ছে, বদলাতে অনুপ্রাণিত করছে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি।
আরও পড়ুনঃ মাছের হ্যাচারিতে হঠাৎ দাউ দাউ করে আগুন! চোখের সামনে পুড়ে ছাই হাজার হাজার টাকার জিনিস, মাথায় হাত মালিকের
এই প্রসঙ্গে কবি বলেন, “আমি চাই সমাজ বদলাক। বন্ধ হোক বাল্যবিবাহ, বন্ধ হোক কন্যাভ্রূণ হত্যা। নারীদের গুরুত্ব কতখানি সমাজকে বুঝতে হবে। আজ মেয়েরাও ছেলেদের সঙ্গে সমানভাবে এগিয়ে চলেছে, এই বার্তাই আমি পৌঁছে দিতে চাই।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, সমাজে যে সকল ইতিবাচক ও কল্যাণকর কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, সেগুলি আমাদের সামনে তুলে ধরা এবং ব্যাপকভাবে প্রচার করা জরুরি। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে তা প্রচারের পরিবর্তে, যেখানে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে বা বন্ধ করা সম্ভব হয়েছে, সেই সাফল্যের দৃষ্টান্তগুলি তুলে ধরা উচিত। এতে সমাজে সচেতনতা বাড়বে এবং ভাল কাজের প্রতি মানুষ আরও উৎসাহিত হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নারী শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, এই দৃঢ় বিশ্বাস থেকেই সুমিতবাবুর সাহিত্যচর্চা। একজন কবির কলম সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হতে পারে, তা বারবার প্রমাণ করে চলেছেন পুরুলিয়ার এই সাহিত্যসাধক। তাঁর এই প্রয়াস নিঃসন্দেহে সমাজ গঠনের পথে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 21, 2026 9:36 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: কলমের আঁচড়ে সমাজ বদলের ডাক! নারী শিক্ষার প্রসারে পুরুলিয়ার কবির অভিনব উদ্যোগ, নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ








