হঠাৎ অসুস্থ সৌগত রায়! রাতেই তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, জানুন মেডিক্যাল আপডেট
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sougata Roy Hospitalized: প্রসঙ্গত, গত জুলাইতেই হাসপাতালে ভর্তি হতে হয় সৌগত রায়কে। তাঁর টাইপ টু ডায়াবিটিস আছে বলে সূত্রের খবর। তার আগে জুন মাসেও বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দমদমের সাংসদ।
কলকাতা: ফের অসুস্থ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। অ্যাকিউট লুজ মোশন বা তীব্র ডায়রিয়া নিয়ে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল সাংসদ। গতকালই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এই মুহূর্তে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত জুলাইতেই হাসপাতালে ভর্তি হতে হয় সৌগত রায়কে। তাঁর টাইপ টু ডায়াবিটিস আছে বলে সূত্রের খবর। তার আগে জুন মাসেও বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দমদমের সাংসদ।
advertisement
advertisement
এর আগেও গত এপ্রিলে আড়িয়াদহে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। গাড়ি থেকে নামতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পেসমেকার বসাতে হয়। গত বছর মার্চে সংসদে অধিবেশন চলাকালীনও দিল্লিতে অসুস্থ বোধ করেন তিনি। যদিও এ বারও সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন প্রবীণ এই সাংসদ।
advertisement
উল্লেখ্য, প্রবীণ সাংসদের বয়স এখন প্রায় আশি ছুঁইছুঁই। শরীরে বয়সোচিত সমস্যার দেখা দিচ্ছে দিন দিন। বারবারই অসুস্থ হয়ে পড়ছেন সৌগত। গত বছর মার্চে লোকসভা অধিবেশনে শেষে সংসদ থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তৃণমূল সাংসদকে দিল্লির রামমনোহন লোহিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দলের সতীর্থরাই। তবে তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 1:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
হঠাৎ অসুস্থ সৌগত রায়! রাতেই তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, জানুন মেডিক্যাল আপডেট











