Siliguri News: কলমে আঁকা বীরত্বের গাথা, শিলিগুড়ির কিশোর রাজদীপের কবিতায় জাতীয় মঞ্চে দেশের গর্ব
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Siliguri News: দেশের এক বীর সেনা নায়কের সাহসিকতার গল্প এবার উঠে এল শিলিগুড়ির এক কিশোরের কলমে। কীর্তি চক্রপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন লালরিনাওমা সাইলো-র জীবন ও বীরত্বকে কেন্দ্র করে লেখা কবিতায় জাতীয় স্তরে সাফল্য পেল শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা রাজদীপ ঘোষ।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: দেশের এক বীর সেনা নায়কের সাহসিকতার গল্প এবার উঠে এল শিলিগুড়ির এক কিশোরের কলমে। কীর্তি চক্রপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন লালরিনাওমা সাইলো-র জীবন ও বীরত্বকে কেন্দ্র করে লেখা কবিতায় জাতীয় স্তরে সাফল্য পেল শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা রাজদীপ ঘোষ। অমরাপতি লায়ন্স সিটিজেনস পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রাজদীপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আয়োজিত বীরগাথা ৫.০ প্রতিযোগিতায় দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে।
আরও পড়ুনঃ চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ আজই স্পষ্ট! SSC প্রকাশ করবে একাদশ-দ্বাদশ মেধা তালিকা
প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েই এমন সাফল্যে খুশির জোয়ার পরিবার, স্কুল এবং এলাকাজুড়ে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সমান পারদর্শী রাজদীপ কবিতার মাধ্যমে তুলে ধরেছে ক্যাপ্টেন সাইলোর অসীম সাহস, ত্যাগ ও দেশপ্রেমের গল্প। ‘দ্য ক্যাপ্টেন’ শীর্ষক এই মৌলিক কবিতায় অপারেশন সিন্দুরে ক্যাপ্টেন সাইলোর অবদান বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছে রাজদীপ।
advertisement
রাজদীপের কথায়, দেশের যে কোনও এক বীরের জীবন নিয়ে লেখার সুযোগ পেয়েছিল সে। ক্যাপ্টেন সাইলোর জীবনী পড়ে মিজোরামের মানুষের সাহস ও আত্মত্যাগের কথা সকলের সামনে তুলে ধরতেই সে এই কবিতা লেখার সিদ্ধান্ত নেয়। প্রায় ২৪ থেকে ২৬ লাইনের এই কবিতাই বিচারকদের নজর কেড়ে নেয় এবং এনে দেয় জাতীয় স্তরের স্বীকৃতি।
advertisement
advertisement
উল্লেখ্য, সিবিএসই, মিনিস্ট্রি অফ ডিফেন্স ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত বীরগাথা প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পা দিয়েছে। এবছর গোটা দেশ থেকে প্রায় ১.৯০ কোটি প্রতিযোগী অংশ নেয়। বিভিন্ন স্তর পেরিয়ে কবিতা, চিত্রাঙ্কনসহ নানা বিভাগে মোট ১০০ জন পড়ুয়াকে দিল্লিতে পুরস্কৃত করা হবে, যার মধ্যে শিলিগুড়ি থেকে একমাত্র প্রতিনিধি রাজদীপ।
advertisement
আগামী ২২ জানুয়ারি রাজদীপ দিল্লির উদ্দেশে রওনা দেবে। ২৩ জানুয়ারি বিশেষ প্রশিক্ষণ, ২৪ জানুয়ারি সিবিএসই-র তরফে পুরস্কার গ্রহণ ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে সে। এরপর ২৫ জানুয়ারি দিল্লি দর্শন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে ২৬ তারিখ রাতেই শিলিগুড়ি ফেরার কথা রয়েছে। ছেলের এই সাফল্যে আবেগপ্রবণ রাজদীপের মা ঝুমা ঘোষ বলেন, “খেলাধুলা ও পড়াশোনার পাশাপাশি কবিতা, গান, নাচের মতো সৃজনশীল কাজেও শিশুদের অংশ নেওয়া উচিত। এতে যেমন মন ভালো থাকে, তেমনই জীবনে অনেক মূল্যবান শিক্ষা পাওয়া যায়।”
advertisement
সব মিলিয়ে, শিলিগুড়ির কিশোর রাজদীপ ঘোষের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Jan 21, 2026 4:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: কলমে আঁকা বীরত্বের গাথা, শিলিগুড়ির কিশোর রাজদীপের কবিতায় জাতীয় মঞ্চে দেশের গর্ব








