Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় রেকর্ড উচ্চতা, ২৫ ফুটের প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Saraswati Puja 2026: এবার সরস্বতী পুজোয় নজর কেড়েছে ২৫ ফুটের বিশাল প্রতিমা। এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে ঢল নেমেছে মণ্ডপ চত্বরে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন প্রতিমা দর্শনে। মণ্ডপ জুড়ে উৎসবের আবহ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হয়েছে।
পটাশপুর, মদন মাইতি: এবার সরস্বতী পুজোয় নজর কেড়েছে ২৫ ফুটের বিশাল প্রতিমা। এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে ঢল নেমেছে মণ্ডপ চত্বরে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন প্রতিমা দর্শনে। মণ্ডপ জুড়ে উৎসবের আবহ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হয়েছে। সেই স্মরণীয় মুহূর্তকে স্মরণ করতেই ২৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যতিক্রমী ভাবনাকে বাস্তব রূপ দিতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছিল। প্রতিমা শিল্পীর নিখুঁত কাজে ফুটে উঠেছে বাগদেবীর রূপ। প্রতিমার বিশালতার সঙ্গে সঙ্গে শৈল্পিক সৌন্দর্যও নজর কাড়ছে সকলের।
আরও পড়ুনঃ পুরোহিতের বদলে এবার এআই করল বাগদেবীর আরাধনা! ঘটনা সারা ফেলে দিল সীমান্ত শহরে
এই ঐতিহ্যবাহী পুজোর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মংলামাড়ো ঐক্যতান ক্লাব। ক্লাবের সূচনা হয়েছিল আজ থেকে ২৫ বছর আগে। এলাকার কয়েকজন যুবক কলেজে পড়াকালীন বাগদেবীর আরাধনায় ব্রতী হন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে এই ক্লাব। তখন থেকেই নিয়মিত সরস্বতী পুজোর আয়োজন হয়ে আসছে। শুরুটা ছিল ছোট পরিসরে। ধীরে ধীরে তা বৃহৎ রূপ নেয়। আজ এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি এলাকাবাসীর আবেগ ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে। নতুন প্রজন্মের যুবকরাও এই পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
advertisement
শুধু পুজো নয়, থাকছে মেলার আয়োজন। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিনই থাকছে নানা কর্মসূচি। মেলার অন্যতম আকর্ষণ গণবিবাহ অনুষ্ঠান। এছাড়াও থাকছে সমাজ সচেতনতামূলক নানা উদ্যোগ। শিশুদের জন্য থাকছে বিনোদনের বিশেষ ব্যবস্থা। খাবারের স্টল, খেলনার দোকান। এছাড়াও হস্তশিল্পের স্টল মেলায় বাড়তি আকর্ষণ যোগ করেছে।
advertisement
মেলায় থাকছে দুটি আলাদা মঞ্চ। একটি মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে যাত্রা অনুষ্ঠান। জনপ্রিয় যাত্রা দলগুলির পরিবেশনায় দর্শকরা মুগ্ধ। অন্য মঞ্চে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও আবৃত্তিতে অংশ নিচ্ছেন স্থানীয় শিল্পীরা। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও পাচ্ছেন মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ। ক্লাবের সদস্যদের দাবি, এই আয়োজনের মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা তাদের লক্ষ্য। সব মিলিয়ে মংলামাড়ো ঐক্যতান ক্লাবের সরস্বতী পুজো ও মেলা এবছর এলাকায় সৃষ্টি করেছে এক অনন্য উৎসবের আবহ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 3:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় রেকর্ড উচ্চতা, ২৫ ফুটের প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়








