advertisement

Saraswati Puja 2026: প্রাক স্বাধীনতার এই বাগদেবী আরাধনার সুর সমাপ্তির মুখে, ঐতিহ্যের সঙ্কট আর আশা-নিরাশার দোলাচলে শহর

Last Updated:

বর্তমানে ভবনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত । উনবিংশ শতাব্দীর ব্রিটিশ স্থাপত্য কলায় নির্মিত এই ভবন এবং ছাত্রাবাসটি বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্বের আগমন দেখেছে ।

News18
News18
কলকাতা: শহরের সরস্বতী পুজোগুলির মধ্যে একটি অন্যতম হেরিটেজ পুজো হল উত্তর কলকাতার বিধান সরণির নিউ ল কলেজ হস্টেলের শতাব্দী প্রাচীন পুজো । এই নিউ ল কলেজ হস্টেলের পাশেই থাকা বিদ্যাসাগর কলেজ (মেট্রোপলিটন কলেজ), ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এই এলাকার কাছেই ব্রাহ্মসমাজের মন্দির । স্বামী বিবেকানন্দের বাসভবন এবং আরও অনেক ঐতিহ্যশালী স্থাপত্য শৈলীতে সমৃদ্ধ বিভিন্ন ভবন বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়ে বর্তমান । শতাব্দী প্রাচীন এই নিউ ল কলেজ হোস্টেলের ভবনটির ইতিহাস অনেক দীর্ঘ । ব্রিটিশ আমল থেকে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক উত্থান -পতনের সাক্ষী এই ভবন। এখানে অনুষ্ঠিত সরস্বতী পুজোও শতাব্দী পেরিয়েছে । বর্তমানে ভবনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত । উনবিংশ শতাব্দীর ব্রিটিশ স্থাপত্য কলায় নির্মিত এই ভবন এবং ছাত্রাবাসটি বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্বের আগমন দেখেছে । এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় , বিখ্যাত কবি সাহিত্যিক জীবনানন্দ দাশ ।
advertisement
এছাড়াও এই ছাত্রাবাসে নিজেদের ছাত্র জীবন কাটিয়ে গিয়েছেন ভারতের অসংখ্য বিচারপতি এবং আইনজীবী। কবি, সাহিত্যিক এবং রাজনীতিবিদ থেকে শুরু করে আইন জগতের অনেক নক্ষত্রের পথচলা শুরু এই ছাত্রাবাস থেকে ।
advertisement
এই সরস্বতী পুজোর উদ্যোক্তাদের সঙ্গে নাম জড়িয়ে আছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের। এবারের সরস্বতী পুজোর বিশেষত্ব হল মন্ত্রের গান রূপে উপস্থাপনা। শেষ ৬ বছর ধরে সংস্কৃত বিশেষজ্ঞ আচার্য অনুভব হাজরা এই পুজো করে আসছেন। বর্তমান পুজোটিও আচার্য অনুভব হাজরার নেতৃত্বে সুষ্ঠু সংস্কৃত উচ্চারণে সম্পন্ন হয়েছে। সম্ভবত এটি এই হস্টেলের শেষ সরস্বতী পুজো, কারণ বয়স এবং ক্ষয়ক্ষতিজনিত কারণে এই ভবনটিকে ভেঙে ফেলা হবে ।
advertisement
ঐতিহ্যশালী এই ভবনটিকে রক্ষা করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করারই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ ভবনটি ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে এর ভিতরে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাস। এত দীর্ঘ সময় ধরে চলা সরস্বতী পুজো কলকাতায় তথা গোটা রাজ্যেই বিরল । তাই এই পুজার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগে আছেন বহু প্রাক্তন ছাত্র এবং বিশিষ্টজনেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: প্রাক স্বাধীনতার এই বাগদেবী আরাধনার সুর সমাপ্তির মুখে, ঐতিহ্যের সঙ্কট আর আশা-নিরাশার দোলাচলে শহর
Next Article
advertisement
Kolkata Metro Return Ticket: যাত্রীদের জন্য সুখবর ! প্রায় ১৫ বছর পর রিটার্ন টিকিট আবার ফিরতে চলেছে কলকাতা মেট্রোয়
যাত্রীদের জন্য সুখবর ! প্রায় ১৫ বছর পর রিটার্ন টিকিট আবার ফিরতে চলেছে কলকাতা মেট্রোয়
  • যাত্রীদের জন্য সুখবর !

  • প্রায় ১৫ বছর পর রিটার্ন টিকিট আবার ফিরতে চলেছে কলকাতা মেট্রোয়

  • কলকাতা মেট্রোর খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement