Purulia Tourism: পাহাড়ের টানে পুরুলিয়া, দিঘা-পুরি-দার্জিলিং'কে টেক্কা দিতে মাস্টারপ্ল্যান! পর্যটন মানচিত্রে ম্যাজিক দেখাবে 'এই' পাহাড়

Last Updated:

Purulia Tourism: শীলফোঁড় পাহাড়ে বছরের বিভিন্ন সময়ে লেগে থাকে পর্যটকদের আনাগোনা। এই পর্যটন কেন্দ্রটি সৌন্দর্যায়নের প্রস্তাব গেল পুরসভার উদ্যোগে।

+
ঝালদার

ঝালদার শীলফোঁড় পাহাড়

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দীঘা, পুরি, দার্জিলিং-এর পরেই রাজ্যের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাঢ় বঙ্গের পুরুলিয়া জেলা। বছরের বিভিন্ন সময়তেই পর্যটকদের আনাগোনা থাকে এই জেলায়। জেলা জুড়ে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম ঝালদার শীলফোঁড় পাহাড়। ঝালদা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বছরের বিভিন্ন সময়তেই বহু মানুষ এখানে ভিড় করেন।
পযটকদের বেড়ানোর তালিকায় থাকে এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি। বিগত বেশ কিছু বছর আগে পৌরসভার উদ্যোগে সাজানো হয়েছিল এই পর্যটন কেন্দ্রকে। তবে ফের এই পর্যটন কেন্দ্রের করুন অবস্থা হয়ে গিয়েছে। তাই এই পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজানোর দাবি জানাচ্ছে পর্যটকেরা। এ বিষয়ে শিলফোঁড় পাহাড়ে বেড়াতে আসা পর্যটক সঞ্জীব রঞ্জন কেশরী ও পুনম কেশরী বলেন, ঝালদার ঐতিহ্য এই শিলফোঁড় পাহাড়।
advertisement
আরও পড়ুন: কনকনে শীতে জঙ্গলে ঘুরে ঘুরে চলছে প্রেয়সীর খোঁজ, রাত বাড়লেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ছে প্রেমিক
আগের তুলনায় অনেকটাই সুন্দর করে সাজানো হয়েছে এই পর্যটন কেন্দ্রকে। তবে আরও বেশ কিছু সৌন্দর্যায়নের প্রয়োজন রয়েছে। কারণ অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। এই পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজালে এর গুরুত্ব আরও বেড়ে যাবে। এ বিষয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগারওয়াল বলেন, ইতিপূর্বে এই পর্যটন কেন্দ্রকে সাজানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলির জন্য তারা প্রস্তাব পাঠিয়েছেন ‌গ্রিন সিটি প্রকল্পের আয়তায়। এই প্রস্তাবে সবুজ সংকেত পেলেই নতুন করে শিলফোঁড় পাহাড়ে কাজ শুরু হবে। বছরের বিভিন্ন সময়তেই স্থানীয় মানুষজন ও পর্যটকেরা এই পাহাড়ে ভিড় করেন। বিশেষ করে পিকনিকের মরশুমে ভিড় বেশ খানিকটা বেড়ে যায়। এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যাতে নতুন রূপে সেজে ওঠে সেই অপেক্ষাতেই রয়েছেন ঝালদাবাসী সহ পর্যটকরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Tourism: পাহাড়ের টানে পুরুলিয়া, দিঘা-পুরি-দার্জিলিং'কে টেক্কা দিতে মাস্টারপ্ল্যান! পর্যটন মানচিত্রে ম্যাজিক দেখাবে 'এই' পাহাড়
Next Article
advertisement
Divorce: ৬৫ দিন সংসার, রাগ মেটাতে ১৩ বছরে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
৬৫ দিন সংসার, রাগ মেটাতে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • রাগ মেটাতে ১৩ বছরে পরস্পরের বিরুদ্ধে ৪০টি মামলা৷

  • দম্পতিকে জরিমানা করল সুপ্রিম কোর্ট৷

  • বিবাহবিচ্ছেদেরও নির্দেশ দিল শীর্ষ আদালত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement