NIPAH Virus: নির্দেশিকা আসার আগেই তৈরি রণকৌশল, নিপা মোকাবিলায় প্রস্তুতি পুরুলিয়া মেডিক্যাল কলেজের

Last Updated:

Purulia NIPAH Virus: নিপা ভাইরাস সংক্রমণে আগাম সর্তকতা পুরুলিয়া স্বাস্থ্য দফতরের। নির্দেশিকা না এলেও আগে থেকেই সতর্কতা।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: নিপা ভাইরাস সংক্রমণে আগাম সর্তকতা পুরুলিয়া স্বাস্থ্য দফতরের। রাজ্যে দেখা দিয়েছে নিপা ভাইরাসের প্রকোপ। এই অবস্থায় রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলায় এখনও কোনও বিশেষ নির্দেশিকা না এলেও আগে থেকেই সতর্ক রয়েছে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর এবং পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের লক্ষন দেখা দিলে বা জ্বর হলে, লালা পরীক্ষার ব্যবস্থা করা, দুটি রুম এবং আলাদা ইউনিট করার পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। রাজ্য থেকে নির্দেশিকা এলেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী।
advertisement
advertisement
খেজুর গুড়ের রস খাওয়া থেকে এই সংক্রমন ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ খেজুর গাছের টাঙানো পাত্রে বাদুড়ের সংস্পর্শে নিপা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এই সময় খেজুর রস বা খেজুর গুড় খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর।
advertisement
এছাড়াও নিপা ভাইরাস আক্রমণের যে সমস্ত উপসর্গগুলি রয়েছে, তেমন উপসর্গ দেখা দিলে সতর্ক হতে বলা হয়েছে। পাশাপাশি সময় নষ্ট না করে চিকিৎসাকেন্দ্রে যেতে বলা হচ্ছে মানুষকে। অন্যদিকে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
NIPAH Virus: নির্দেশিকা আসার আগেই তৈরি রণকৌশল, নিপা মোকাবিলায় প্রস্তুতি পুরুলিয়া মেডিক্যাল কলেজের
Next Article
advertisement
Narendra Modi: রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির! আশ্বাস মতুয়াদের
রাজ্যে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হুঙ্কার মোদির!আশ্বাস মতুয়াদের
  • বাংলায় ক্ষমতায় এলেই অনুুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ৷

  • মালদহের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • অনুপ্রবেশকারী- তৃণমূল আঁতাঁতের অভিযোগ প্রধানমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement