Education News: অল্প উপকরণে বড় স্বপ্ন! নিজেদের হাতে টেলিস্কোপ বানিয়ে চাঁদ-তারা দেখল পুরুলিয়ার স্কুলছাত্রীরা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia Education News: এই টেলিস্কোপের সাহায্যে ছাত্রীরা রাত্রিবেলা আকাশের তারা ও চাঁদ পর্যবেক্ষণ করেছে। আপ্লুত শিক্ষক-শিক্ষিকারা।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার স্কুল ছাত্রীদের অভিনব উদ্যোগ। স্বল্প উপকরণ ব্যবহার করে নিজেদের হাতেই টেলিস্কোপ তৈরি করে বিজ্ঞানচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। এই টেলিস্কোপের সাহায্যে ছাত্রীরা রাত্রিবেলা আকাশের তারা ও চাঁদ পর্যবেক্ষণ করেছে। এই পুরো উদ্যোগে ছাত্রীদের পাশে থেকে নিরন্তর দিকনির্দেশনা ও সহায়তা করেছেন বিদ্যালয়ের শিক্ষিকারা।
নিজেদের পরিশ্রম, কৌতূহল ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি এই টেলিস্কোপ ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তির স্পষ্ট পরিচয় বহন করে। পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে হাতে-কলমে বিজ্ঞান শেখার এই অভিজ্ঞতা তাদের শেখার আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে। কাশীপুর বিধানসভার হুড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির মোট ১২ জন ছাত্রী এই টেলিস্কোপটি তৈরি করেছে।
আরও পড়ুন: ভারী যান চলাচলের নয়া আপডেট! মোহনপুর ব্রিজের লোড ক্যাপাসিটি বেড়ে হল ৩৫ টন, খুশি ব্যবসায়ীরা
advertisement
advertisement
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সরস্বতী মণ্ডল জানায়, “সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা এই টেলিস্কোপটি তৈরি করেছি। বাজার থেকে উপকরণ কিনে এনে নিজেদের চেষ্টায় কাজটি সম্পন্ন করেছি। খুব ভাল লাগছে নিজেদের হাতে এই টেলিস্কোপ বানিয়ে।” অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষিকা বিজয়লক্ষ্মী শিকারি বলেন, “এটা আমাদের স্কুলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ছাত্রীদের নিজেদের উদ্যোগ ও পরিশ্রমে এই টেলিস্কোপ তৈরি করা সত্যিই প্রশংসনীয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই ভাবেই আরও এগিয়ে যাক এটাই আমরা চাই।” এই উদ্যোগ শুধু বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা পুরুলিয়া জেলার কাছেই এক গর্বের বিষয় হয়ে উঠেছে। ছাত্রীদের এই সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে অল্প সম্পদেও বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 24, 2026 10:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Education News: অল্প উপকরণে বড় স্বপ্ন! নিজেদের হাতে টেলিস্কোপ বানিয়ে চাঁদ-তারা দেখল পুরুলিয়ার স্কুলছাত্রীরা









