North 24 Parganas News: একই গাছে ঝুলছে দুই যুবকের দেহ! স্বরূপনগরে হাড়হিম করা কাণ্ড, এলাকা জুড়ে আতঙ্ক
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
North 24 Parganas News: সাতসকালে স্থানীয় বাসিন্দারা গাছে দু'টি দেহ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে স্বরূপনগর থানায় খবর দেন।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ স্বরূপনগরে অজ্ঞাতপরিচয় দুই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত দত্তপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন সাতসকালে স্থানীয় বাসিন্দারা গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু’টি দেহ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে স্বরূপনগর থানায় খবর দেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃত যুবকদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাঁদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুনঃ জিমন্যাস্টিকেও এবার এগোবে বাংলা! হাওড়ায় জাতীয় ক্রীড়ার ‘মহাযজ্ঞ’, স্কুল গেমস থেকেই আরও জোরদার প্রস্তুতি
এভাবে সাতসকালে একই গাছে দু’টি দেহ ঝুলে থাকার ঘটনাকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে খুন করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এবং নিখোঁজ যুবকদের কোনও অভিযোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই দুই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে একই গাছ থেকে এভাবে দু’টি ঝুলন্ত দেহ উদ্ধারের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 24, 2026 11:55 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: একই গাছে ঝুলছে দুই যুবকের দেহ! স্বরূপনগরে হাড়হিম করা কাণ্ড, এলাকা জুড়ে আতঙ্ক







