গায়ে লাল রঙের গেঞ্জি, হাফ প্যান্ট, নিউটাউনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Newtown News: রবিবার সাত সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে ভোলার মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। আর তাই নিয়েই সকাল সকাল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
কলকাতা: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে। নিউটাউন সিটি সেন্টারের কাছে হাতিয়ারা ভোলার মাঠের সামনের ঘটনা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
রবিবার সাত সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে ভোলার মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। আর তাই নিয়েই সকাল সকাল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মাঠের মধ্যে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখে ইকোপার্ক থানার পুলিশকে খবর দেয় তারা।
advertisement
advertisement
পুলিশ এসে দেহ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য মৃতদেহটি আরজি কর হাসপাতালে পাঠানো হয়। ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যাইনি। ব্যক্তি গায়ে লাল রঙের গেঞ্জি আর হাফ প্যান্ট ছিল। পায়ে জুতো ছিল না বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। ডান হাতে বড় ক্ষত ছিল। ইঁদুর বা কিছুতে খুবলে নেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের।
advertisement
ব্যক্তিকে কোথাও মেরে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। তবে আশেপাশে একাধিক বাড়ির মাঝে, লোকবসতিপূর্ণ এলাকায় এভাবে আচমকা এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 12:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
গায়ে লাল রঙের গেঞ্জি, হাফ প্যান্ট, নিউটাউনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য









