Bankura News: মা সারদার জন্মভূমিতে পৌঁছবে ট্রেন, নতুন রেললাইনে বদলাচ্ছে বাঁকুড়ার যোগাযোগ

Last Updated:

ময়নাপুর-জয়রামবাটি নতুন রেলপথের উদ্বোধনে বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থায় খুলছে নতুন দিগন্ত।মেমু ট্রেন পরিষেবায় সহজ হবে যাতায়াত, গতি পাবে ধর্মীয় পর্যটন ও স্থানীয় অর্থনীতি।

জয়রামবাটি এবং মায়ের মন্দির
জয়রামবাটি এবং মায়ের মন্দির
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়া জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বহুদিনের প্রতীক্ষিত ময়নাপুর-জয়রামবাটি রেললাইন অবশেষে উদ্বোধনের মুখে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ ময়নাপুর-বড়গোপীনাথপুর-জয়রামবাটি নতুন রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রেলপথটি তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ, যা বাস্তবায়িত হলে বাঁকুড়া জেলার রেল মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছে রেল দফতর।
নতুন রেললাইনের সঙ্গে সঙ্গেই চালু হতে চলেছে ময়নাপুর-জয়রামবাটি নতুন ট্রেন পরিষেবা। বর্তমানে যে বাঁকুড়া-ময়নাপুর মেমু ট্রেন চলাচল করছে, সেটিই সম্প্রসারিত হয়ে এবার জয়রামবাটি পর্যন্ত পৌঁছবে। এর ফলে জয়রামবাটি থেকে সরাসরি মেমু ট্রেনে বাঁকুড়া শহরে যাতায়াতের সুযোগ তৈরি হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের কাছে এই পরিষেবা বিশেষ সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
রেল আধিকারিকদের দাবি, এই নতুন রেলপথ চালু হলে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় স্বস্তি মিলবে। বাঁকুড়া শহরের সঙ্গে জয়রামবাটি ও আশপাশের এলাকার সরাসরি সংযোগ গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। ট্রেনে করেই সহজে মা সারদার জন্মভূমি জয়রামবাটি ও নিকটবর্তী কামারপুকুরে পৌঁছনো যাবে, ফলে দেশজুড়ে ভক্ত ও পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা।
advertisement
advertisement
উদ্বোধনের দিন রবিবার বিশেষভাবে চালানো হবে জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশাল (০৮০৯৫)। এই ট্রেনটি দুপুর ৩টেয় জয়রামবাটি থেকে ছাড়বে এবং বিকেল ৫টা ৩৫ মিনিটে বাঁকুড়ায় পৌঁছবে। প্রায় আড়াই ঘণ্টার যাত্রাপথে ট্রেনটি ভেদুয়াশোল, ওন্দাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, বিরসা মুন্ডা, গোকুলনগর-জয়পুর, ময়নাপুর ও বড়গোপীনাথপুর—মোট আটটি স্টেশনে দাঁড়াবে। একই দিনে প্রধানমন্ত্রী হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী মোট ৯টি অমৃত ভারত এক্সপ্রেসেরও সূচনা করবেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: মা সারদার জন্মভূমিতে পৌঁছবে ট্রেন, নতুন রেললাইনে বদলাচ্ছে বাঁকুড়ার যোগাযোগ
Next Article
advertisement
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে?
  • শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷

  • বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দিরে৷

  • ১৭.৪ একর জমির উপরে গড়ে উঠবে মহাকাল মহাতীর্থ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement