Nadia News: ফুলিয়ার শাড়ি থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল! এক মেলাতেই মিলছে নদিয়ার সব বিখ্যাত জিনিস, প্রথম দিন থেকে থিকথিকে ভিড়
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: এক মেলাতেই পাওয়া যাচ্ছে শান্তিপুর ও ফুলিয়ার সুতির কাজ করা পোশাক, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল ও শো-পিস, হাতের কাজের ব্যাগ, গয়না, ঘর সাজানোর সরঞ্জাম থেকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি আচার, বড়ি ও মশলাপাতি।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথঃ নারী শক্তির হাতের কাজের ছোঁয়ায় জমজমাট পাবলিক লাইব্রেরি মাঠ। নদিয়ার হস্তশিল্পের অনন্য মেলবন্ধন ধরা পড়ল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে। গত ১৭ জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে নদিয়া জেলা সমবায় ব্যাঙ্ক ও স্বনির্ভর গোষ্ঠী মেলা। ১৯ জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী ও বিক্রয় উৎসব চলবে।
নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। তাঁদের নিপুণ হাতে তৈরি হরেক রকম সামগ্রী সাধারণ মানুষের নজর কাড়ছে। মেলার স্টলগুলিতে সাজানো রয়েছে, শান্তিপুর ও ফুলিয়ার সুতির কাজ করা পোশাক, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল ও শো-পিস, হাতের কাজের ব্যাগ, গয়না এবং ঘর সাজানোর সরঞ্জাম, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি আচার, বড়ি ও মশলাপাতি।
advertisement
আরও পড়ুনঃ ছোট থেকেই সৎ হতে শিখুক খুদেরা! সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে ‘সততা স্টোর্স’, দোকানদার ছাড়াই চলে বেচাকেনা
জেলা সমবায় ব্যাঙ্ক ও প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলার মূল উদ্দেশ হল গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্যকে শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে একদিকে যেমন এই মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে তাঁদের সৃজনশীলতাও সাধারণের সামনে আসছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মেলার প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। শীতের সন্ধ্যায় মানুষ স্টলগুলিতে ভিড় জমাচ্ছেন। কেনাকাটার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি খাবারের স্টলগুলিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ১৯ জানুয়ারি এই মেলার শেষ দিন। জেলাবাসীর প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ আগামী দিনে জেলার ক্ষুদ্র শিল্প ও নারী ক্ষমতায়নকে আরও মজবুত করবে।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 19, 2026 2:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ফুলিয়ার শাড়ি থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল! এক মেলাতেই মিলছে নদিয়ার সব বিখ্যাত জিনিস, প্রথম দিন থেকে থিকথিকে ভিড়








