advertisement

Murshidabad News: টোটোয় উঠে খেলতে গিয়ে বিপত্তি! হ্যান্ডেলে হাত দিতেই সোজা গাছে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর

Last Updated:

Murshidabad News: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। এই ঘটনায় পরিবার সহ গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনাগ্রস্ত টোটো
দুর্ঘটনাগ্রস্ত টোটো
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ অসাবধানতাবশত টোটোর সঙ্গে গাছের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মুর্শিদাবাদের ডোমকলে ঘটনাটি ঘটেছে। টোটোয় করে জল দিতে আসার সময় ঘটে যায় বড় ধরনের বিপত্তি। খেলতে খেলতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ঋত্বিকা বিশ্বাস নামে এক শিশুকন্যার।
জানা গিয়েছে, ডোমকলে অন্যান্য দিনের মতোই জল দিতে এসেছিলেন এক টোটো চালক। সেই সময় দুই শিশু খেলার ছলে টোটোয় উঠে পড়ে। এদিকে চাবি অন থাকার কারণে টোটো চলতে শুরু করে। সেই সময় সামনে থাকা গাছে সজোরে ধাক্কা মারে শিশুটি। আহত ঋত্বিকাকে তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। এই ঘটনায় পরিবার সহ গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
আরও পড়ুনঃ কিছুক্ষণের খাটনিতেই ভাল আয়! শালপাতা দিয়ে ‘এইসব’ কাজ করছেন বহু মানুষ, একদিনেই হাতে আসছে ৩০০-৪০০ টাকা
মৃতার বাবা সৌমেন বিশ্বাস জানান, আমার ছেলে ও মেয়ে খেলা করছিল। এদিকে টোটোর চাবি অন ছিল। চালকের আসনে বসে হ্যান্ডেলে হাত দিতেই টোটো চলতে থাকে। সামনে আমার মেয়ে ছিল। টোটো গিয়ে সোজা সজোরে ধাক্কা মারে। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার করি, ও জানায় পেটে যন্ত্রণা হচ্ছে। তড়িঘড়ি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে অপারেশন করা হয়। তারপরেই মৃত্যু হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন দেহ ময়নাতদন্তের পর ঋত্বিকার পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: টোটোয় উঠে খেলতে গিয়ে বিপত্তি! হ্যান্ডেলে হাত দিতেই সোজা গাছে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement