Money Making Tips: কিছুক্ষণের খাটনিতেই ভাল আয়! শালপাতা দিয়ে 'এইসব' কাজ করছেন বহু মানুষ, একদিনেই হাতে আসছে ৩০০-৪০০ টাকা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Money Making Tips: পরিবেশ সচেতনতার পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এই শালপাতা। অল্প সময়ের মধ্যেই ভাল আয় করছেন বহু মানুষ।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ হারিয়ে যেতে বসা শালপাতায় ফিরল প্রাণ। দিনে আয় ৩০০–৪০০ টাকা। একসময় যেকোনও অনুষ্ঠান বাড়ি বা সামাজিক অনুষ্ঠানে শালপাতা দিয়ে তৈরি থালা ছিল অপরিহার্য। সেই পাতার থালায় খাবারের স্বাদ ছিল যেমন আলাদা, তেমনই ছিল এক বিশেষ প্রাকৃতিক সুগন্ধ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিক ও থার্মোকলের থালার বাড়বাড়ন্তে আজ হারিয়ে যেতে বসেছে পরিবেশবান্ধব সেই শালপাতার থালা। তবে হারিয়ে গেলেও নতুন রূপে আবারও ফিরে এসেছে শালপাতার ব্যবহার।
বর্তমানে বিহার ও পুরুলিয়া থেকে আনা শালপাতা মাছ সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, মিনাখাঁ সহ একাধিক এলাকায় এই শালপাতার চাহিদা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুনঃ চিকিৎসা করে ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ! কোচবিহারে রেললাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার এই বিস্তীর্ণ অঞ্চল মাছ উৎপাদনের জন্য রাজ্যজুড়ে বিশেষভাবে পরিচিত। মাছের তাজা ভাব বজায় রাখতে ও প্রাকৃতিক উপায়ে সংরক্ষণের জন্য শালপাতা অত্যন্ত কার্যকর বলে মনে করছেন মাছ ব্যবসায়ীরা। ফলে এই পাতার ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বহু স্থানীয় মানুষ। নিজেদের দৈনন্দিন কাজের পাশাপাশি বাড়তি সময়ে শালপাতা দিয়ে মাছ মোড়ানো ও সংরক্ষণের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে অল্প সময়ের মধ্যেই ভাল আয় হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কাজ করে একজন শ্রমিক দিনে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারছেন। ফলে একদিকে যেমন পরিবেশবান্ধব উপায়ে মাছ সংরক্ষণ সম্ভব হচ্ছে, অন্যদিকে তেমনই বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন বহু মানুষ। পরিবেশ সচেতনতার পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এই শালপাতা। হারিয়ে যেতে বসা এক ঐতিহ্য নতুন প্রয়োজনে আবারও জীবনের সঙ্গে জড়িয়ে পড়ছে—এটাই যেন সময়ের সবচেয়ে বড় প্রাপ্তি।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 27, 2026 2:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Money Making Tips: কিছুক্ষণের খাটনিতেই ভাল আয়! শালপাতা দিয়ে 'এইসব' কাজ করছেন বহু মানুষ, একদিনেই হাতে আসছে ৩০০-৪০০ টাকা







