Malda News: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে নতুন মিশন, শুরু হয়ে গেল স্পেশাল ট্রেনিং! বিশ্বজয়ের মাস্টারপ্ল্যান প্রশাসনের
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Malda News: প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া বিশেষজ্ঞ প্রশিক্ষকদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ প্রশিক্ষণ শিবিরের।
মালদহ, জিএম মোমিন: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের খেলাধুলার জগতে আরও এগিয়ে নিয়ে যেতে অভিনব উদ্যোগ নিল মালদহ জেলা সমগ্র শিক্ষা মিশন। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে জেলার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের অলিম্পিক খেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে নেওয়া হল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া বিশেষজ্ঞ প্রশিক্ষকদের নিয়ে আয়োজন করা হয় এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের।
সেখানে রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়াবিদ ও অভিজ্ঞ ক্রীড়া কোচরা প্রশিক্ষণ দেন। মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মণ্ডল জানান, “জেলার বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা কীভাবে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন খেলা ও অলিম্পিকে অংশগ্রহণের উপযুক্ত হয়ে উঠতে পারে, সেই দিকেই মূলত জোর দেওয়া হয়েছে। খেলাধুলার জন্য কী ধরনের পরিকাঠামো, প্রশিক্ষণ পদ্ধতি ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। এই সমস্ত বিষয় নিয়ে ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষকদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
advertisement
আরও পড়ুন: স্বাধীনতার ৭৯ বছর পেরিয়েও মেলেনি ট্রেন, এবার করিমপুর-কৃষ্ণনগর রেললাইনের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ
advertisement
জেলা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক অনির্বাণ মুখার্জি বলেন, “বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা এবং স্পেশাল অলিম্পিক ইন্ডিয়ার মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই কারণে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ মোট ৫০ জন ক্রীড়া প্রশিক্ষককে অলিম্পিক খেলার বিভিন্ন পর্যায়, নিয়ম ও কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণত বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা উপযুক্ত প্রশিক্ষণ, পরিকাঠামো ও দিক নির্দেশনার অভাবে প্রতিযোগিতামূলক খেলাধুলোয় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকে। সেই ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ। এই উদ্যোগের মাধ্যমে মালদহ জেলার বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা আগামী দিনে রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরের খেলাধুলায় নিজেদের প্রতিভার পরিচয় দিতে পারবে বলে আশাবাদী ক্রীড়া থেকে শিক্ষা মহল।
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 31, 2026 9:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে নতুন মিশন, শুরু হয়ে গেল স্পেশাল ট্রেনিং! বিশ্বজয়ের মাস্টারপ্ল্যান প্রশাসনের










