advertisement

Jalpaiguri News: আলুর জমিতে জোড়া হাতির তাণ্ডব! তছনছ বিঘার পর বিঘা ক্ষেত, সরকারের কাছে সাহায্যের আর্তি কৃষকের

Last Updated:

Jalpaiguri News: ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, "আমার আলুর ক্ষেত প্রায় ধ্বংস করে ফেলেছে হাতি। সরকারের কাছে কিছু সাহায্যের আবেদন জানাচ্ছি"।

ক্ষতিগ্রস্ত ক্ষেত
ক্ষতিগ্রস্ত ক্ষেত
শান্তনু কর, জলপাইগুড়িঃ উত্তরবঙ্গে ফের হাতির হানা। এবার আলুর জমিতে গজরাজের তাণ্ডব। তছনছ করে দিল বিঘার পর বিঘা আলু ক্ষেত। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রাম।
এই গ্রামের পাশেই রয়েছে বৈকুন্ঠপুরের জঙ্গল। এদিন সেই মুরগিভিটা গ্রামেই হানা দিল জোড়া হাতি। জানা যাচ্ছে, রাত আড়াইটে নাগাদ হাতির ডাকের সঙ্গে বন দফতরের সাইরেনের শব্দে ঘুম ভাঙে গ্রামের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, গ্রাম জুড়ে ছোটাছুটি করছে দু’টি হাতি।
আরও পড়ুনঃ কোথাও মেঘলা, কোথাও রোদ ঝলমলে আকাশ! আজ উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেটে জানুন
গজরাজদের তাণ্ডবে নিকুঞ্জ দাস নামে এক কৃষকের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। বনকর্মীরা ভোরের দিকে হাতি দু’টিকে তাড়া করে গ্রামছাড়া করে। আলু ও ভুট্টার লোভে হাতি দু’টি গ্রামে ঢুকেছিল বলে অনুমান করা হচ্ছে। বন দফতরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
advertisement
advertisement
ক্ষতিগ্রস্ত কৃষক নিকুঞ্জ দাস এই বিষয়ে বলেন, “আমার আলুর ক্ষেত প্রায় ধ্বংস করে ফেলেছে। সরকারের কাছে কিছু সাহায্যের আবেদন জানাচ্ছি”।
প্রসঙ্গত, খাবারের লোভে হাতির হানার ঘটনা রাজ্যে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এই ছবি দেখা গিয়েছে। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির মুরগিভিটা গ্রাম। জোড়া গজরাজের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিকুঞ্জ দাসের আলুর ক্ষেত। সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: আলুর জমিতে জোড়া হাতির তাণ্ডব! তছনছ বিঘার পর বিঘা ক্ষেত, সরকারের কাছে সাহায্যের আর্তি কৃষকের
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement