Leopard Cub Rescue: রেললাইনে শুয়ে কাতরাচ্ছিল অসুস্থ লেপার্ড শাবক! বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করলেন গ্রামবাসীরা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jalpaiguri Leopard Cub Rescue: রেললাইনে শুয়ে কাতরাচ্ছিল অসুস্থ লেপার্ড শাবক। বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করলেন স্থানীয় গ্রামবাসীরা। বন দফতরকে খবর দেওয়া হয়, শুরু হয় চিকিৎসা।
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরী: মালব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গুডহোপ চা বাগানের নিউ কোয়াটার এলাকার রুবের রেলসেতু এলাকায় রেললাইনের উপর বসে থাকা এক অসুস্থ লেপার্ডের শাবককে প্রাণ বাঁচালেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও এলাকার বাসিন্দাদের এমন পদক্ষেপ রীতিমতো নজর কেড়েছে এলাকায় ও বন দফতরের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার চা বাগানের বাসিন্দারা লেপার্ড শাবকটিকে দেখতে পায় রেললাইনের উপর দিয়ে ঘোরাঘুরি করতে। আস্তে আস্তে করে গ্রামবাসীরা সামনে গিয়ে বুঝতে পারে ওই প্রাণীটি অসুস্থ। গ্রামবাসীরা দ্রুত তাকে রেললাইন থেকে সরিয়ে নিচে নামিয়ে দেন। যদিও অজ্ঞাত কারণে ওই শাবকটি বারবার রেললাইনের উপর উঠে আসছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।
advertisement
advertisement
এরপর খবর পেয়ে মাল স্কোয়াড ও তারঘেরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর বনকর্মীরা লেপার্ডের শাবকটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করা লেপার্ড শাবকটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে যদি স্থানীয় বাসিন্দারা ওই লেপার্ড শাবকটিকে দেখতে না পেতেন, তারা যদি বন দফতরকে খবর না দিতেন তাহলে হয়তো ওই লেপার্ড শাবকটি দুর্ঘটনার কবলে পড়তে পারত, তাতে তার প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। এসবের কারণেই বন দফতর থেকে এলাকার মানুষেরা ওই সকল স্থানীয় বাসিন্দাদের বাহবা জানিয়েন, যারা নিজেদের প্রচেষ্টায় লেপার্ড শাবকটির জীবন বাঁচালেন। বন দফতর জানিয়েছে, এই ধরণের বন্যপ্রাণ রক্ষা করা সকলের কর্তব্য।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 26, 2026 1:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Cub Rescue: রেললাইনে শুয়ে কাতরাচ্ছিল অসুস্থ লেপার্ড শাবক! বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করলেন গ্রামবাসীরা








