Indian Railways: বিরাট সুখবর...! লক্ষ লক্ষ যাত্রীর জন্য বড় সিদ্ধান্ত পূর্ব রেলওয়ের, মিলবে প্রচুর সুযোগ-সুবিধা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Riya Das
Last Updated:
Indian Railways: পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। যাত্রীদের সুবিধার জন্য, নিম্নলিখিত ট্রেনগুলি পরীক্ষামূলকভাবে তাদের নামের পাশে উল্লিখিত স্টেশনগুলিতে থামবে।
কলকাতা: পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। যাত্রীদের সুবিধার জন্য, নিম্নলিখিত ট্রেনগুলি পরীক্ষামূলকভাবে তাদের নামের পাশে উল্লিখিত স্টেশনগুলিতে থামবে।
১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) ধুলিয়াগঙ্গা (আগমন ০১:৫০ ঘটিকা/ প্রস্থান ০১:৫২ ঘটিকা) এবং নিমতিতা (আগমন ০১:৪২ ঘটিকা/ প্রস্থান ০১:৪৪ ঘটিকা) স্টেশনে থামবে।
আরও পড়ুন-সরস্বতী পুজোয় ‘বিপজ্জনক’ বিষ যোগ…! দুই গ্রহের সংযোগে বিপদের খাঁড়া ঝুলছে ৩ রাশির কপালে, বসন্ত পঞ্চমীতে কাদের জীবন ছারখার?
১৩১৬৩ শিয়ালদহ-সহর্ষা এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) ধুলিয়াগঙ্গা (আগমন ০৩:০২ ঘটিকা/ প্রস্থান ০৩:০৪ ঘটিকা) স্টেশনে থামবে।
advertisement
advertisement
১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) জঙ্গিপুর রোড (আগমন ১৫:০০ ঘটিকা/ প্রস্থান ১৫:০২ ঘটিকা) স্টেশনে থামবে।
আরও পড়ুন-জানুয়ারিতেই ‘জ্যাকপট’…! শনি- মঙ্গলের দ্বৈত গোচরে বিরল রাজযোগ, এই ৪ রাশির স্বপ্নপূরণ, অঢেল টাকা-পয়সা, খুলে যাবে বন্ধ ভাগ্য
১৩০৬৪ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) জঙ্গিপুর রোড (আগমন ০০:১৪ ঘটিকা/ প্রস্থান ০০:১৬ ঘটিকা) এবং নিমতিতা (আগমন ০০:০২ ঘটিকা/ প্রস্থান ০০:০৪ ঘটিকা) স্টেশনে থামবে।
advertisement
১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) মনিগ্রাম (আগমন ০৪:২১ ঘটিকা/ প্রস্থান ০৪:২৩ ঘটিকা) স্টেশনে থামবে।
১৩১৪৬ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) নিমতিতা (আগমন ০১:১৮ ঘটিকা/ প্রস্থান ০১:২০ ঘটিকা) স্টেশনে থামবে। • ১২৫১৭ কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেস (২২.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) নিমতিতা স্টেশনে থামবে (আগমন ০২:৩৬ মিনিট/ প্রস্থান ০২:৩৮ মিনিট)।
advertisement
১৩১৬৪ সহরসা-শিয়ালদহ এক্সপ্রেস (২৩.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) ধুলিয়াগঙ্গা স্টেশনে থামবে (আগমন ২৩:৩৩ মিনিট/ প্রস্থান ২৩:৩৫ মিনিট)।
১৩০৬৩ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (২৩.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) জঙ্গিপুর রোড (আগমন ১২:৪৩ মিনিট/ প্রস্থান ১২:৪৫ মিনিট) এবং নিমতিতা (আগমন ১২:৫৮ মিনিট/ প্রস্থান ১৩:০০ মিনিট) স্টেশনে থামবে।
১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস (২৩.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) জঙ্গিপুর রোড (আগমন ০২:০৫ মিনিট/ প্রস্থান ০২:০৭ মিনিট) এবং নিমতিতা (আগমন ০১:৫০ মিনিট/ প্রস্থান ০১:৫২ মিনিট) স্টেশনে থামবে।
advertisement
১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস (২৩.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) মহিপাল রোড স্টেশনে থামবে (আগমন ২০:৫৫ মিনিট/ প্রস্থান ২০:৫৭ মিনিট)।
১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস (২৩.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) মনিগ্রাম স্টেশনে থামবে (আগমন ১৮:১৯ মিনিট/ প্রস্থান ১৮:২১ মিনিট)।
১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া এক্সপ্রেস (২৩.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) মনিগ্রাম স্টেশনে থামবে (আগমন ০৭:৩৮ মিনিট/ প্রস্থান ০৭:৪০ মিনিট)।
advertisement
১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (২৪.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) জঙ্গিপুর রোড স্টেশনে থামবে (আগমন ১২:৪৩ ঘটিকা/ প্রস্থান ১২:৪৫ ঘটিকা)।
১৫৭২১ দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (২৪.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) জঙ্গিপুর রোড (আগমন ০২:১৬ ঘটিকা/ প্রস্থান ০২:১৮ ঘটিকা) এবং নিমতিতা (আগমন ০২:৩৬ ঘটিকা/ প্রস্থান ০২:৩৮ ঘটিকা) স্টেশনে থামবে।
১২৫১৮ গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস (২৪.০১.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) নিমতিতা স্টেশনে থামবে (আগমন ০৯:১০ ঘটিকা/ প্রস্থান ০৯:১২ ঘটিকা)।
advertisement
ভারতীয় রেলের আধিকারিকরা জানিয়েছেন যাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রীদের যাতায়াতে বাড়তি সুবিধা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 10:24 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: বিরাট সুখবর...! লক্ষ লক্ষ যাত্রীর জন্য বড় সিদ্ধান্ত পূর্ব রেলওয়ের, মিলবে প্রচুর সুযোগ-সুবিধা










