advertisement

Indian Railways: বনগাঁ-বাগদা রেলপথে বড় পদক্ষেপ! বিজ্ঞপ্তি জারি করল রেল, তবে জমিজটে এখনও সিঁদুরে মেঘ

Last Updated:

Indian Railways: বনগাঁ-বাগদা রেল প্রকল্প নিয়ে অবশেষে জারি হল রেলের বিজ্ঞপ্তি। বহু প্রতীক্ষিত এই রেলপথের কাজ এগোলেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে জমিজট। রেলের এই বড় ঘোষণা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানুন।

বনগাঁ-বাগদা রেলপথের অনুমোদন
বনগাঁ-বাগদা রেলপথের অনুমোদন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সীমান্ত এলাকা হওয়ায় বনগাঁ স্টেশন ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ নানা প্রান্তে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকেই শিয়ালদহ পাশাপাশি রানাঘাট লাইনেও চলে ট্রেন। তবে এবার বনগাঁর সঙ্গে বাগদার রেলপথে যোগাযোগের কাজ শুরুর অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক। বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর।
তার সোশ্যাল মিডিয়ায় তিনি রেল মন্ত্রকের এই অনুমোদন পত্রটি প্রকাশ করেছেন। দীর্ঘ দিন ধরেই সাংসদের তরফে চেষ্টা চালান হচ্ছিল বনগাঁ থেকে বাগদা রেলপথে যোগাযোগ ব্যবস্থা চালু করার। বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রীর কাছেও দরবার করেন। একসময় পূর্ব রেলের তরফ থেকে তৎপরতা শুরু হলেও, পরবর্তীতে জমি জটের কারণে তা থমকে যায়। তবে এদিন রেল মন্ত্রকের ঘোষণায় রীতিমতো উচ্ছ্বসিত বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষজন।
advertisement
advertisement
রেল সূত্রে খবর, ২০০৯ সালে ৫৭ কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছিল বনগাঁ বাগদা রেল পথের জন্য। জমি জটের কারণে ২০১৯ সালে তা বন্ধ হয়ে যায়। ফের বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে নতুন করে বিষয়টি রেলমন্ত্রীকে জানানোর কারণে, এবার দ্রুত মিলল অনুমোদন। যেখানে বনগাঁ পোড়ামহেশতলা নতুন রেললাইন, বনগাঁ-চাঁদা নতুন রেললাইন, চাঁদাবাজার-বাগদা নতুন রেললাইন, এই তিনটি রেলপথ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও গ্রামীণ এলাকার সঙ্গে শহরের যোগাযোগ আরও মজবুত হবে, যাতায়াতের সময় ও খরচ কমবে। ব্যবসা, কৃষি ও ছোট শিল্পে গতি আসবে পাশাপাশি ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাত্রা অনেক সহজ হবে বলেই মনে করেন সাংসদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে জমি জট এখনও কাটেনি আর সেই জায়গা থেকেই কেন্দ্র এখন বল ঠেলল রাজ্যের কাঁধেই। শান্তনু জানান, কেন্দ্র অনুমোদন দিলেও রাজ্য সরকার জমি দিলে তবেই বাস্তব রূপ পাবে এই রেলপথ। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য এখন কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে। রেল মন্ত্রকের তরফে ঘোষণার পর, এই রেলপথ চালু নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছে সীমান্ত এলাকার মানুষজন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: বনগাঁ-বাগদা রেলপথে বড় পদক্ষেপ! বিজ্ঞপ্তি জারি করল রেল, তবে জমিজটে এখনও সিঁদুরে মেঘ
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement