advertisement

Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যানের আজ সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, আশায় স্থানীয়রা

Last Updated:

অবশেষে! প্রতি বছর বন্যা থেকে মুক্তির পথ পেল পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। বুধবার হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন ঘাটালের তিন বারের সাংসদ দেব। থাকবেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইয়াঁ।

News18
News18
আবীর ঘোষাল, কলকাতা: ঘাটাল মাস্টার প্ল্যান সবার জন্য, বাংলার জন্য– এবার বিশেষ অডিও-ভিডিও মাধ্যমে এমনটাই প্রচার করা হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে দাসপুর অঞ্চলে চন্দ্রেশ্বর খাল সম্প্রসারণ ঘিরে। কৃষক ও সাধারণ মানুষের অসুবিধা না করে কীভাবে কাজ হবে, এর ভবিষ্যৎ কী, তার সবটাই তুলে ধরা হয়েছে এই অডিও-ভিডিও মাধ্যমে।
অডিও-ভিডিও মাধ্যমে বোঝানো হচ্ছে –
চন্দ্রেশ্বর খালকে সম্প্রসারিত করে শিলাবতী নদীর সঙ্গে সংযুক্তিকরণের যৌক্তিকতা কী?
advertisement
বর্তমান চন্দ্রেশ্বর খালকে দাসপুর-১ ব্লকের বৈকুন্ঠপুর থেকে গুড়লি পর্যন্ত ৫.৮ কিমি সম্প্রসারিত করে গুড়লিতে একটি ১৬ ফোকর যুক্ত রেগুলেটর কাম নতুন স্লুইসগেটের মাধ্যমে শিলাবতী নদীর সঙ্গে সংযুক্তিকরণ।
advertisement
কৃষকদের প্রশ্ন সম্প্রসারণের ফলে কি অসুবিধা হবে ?
এই সম্প্রসারণের ৫.৮ কিমি অংশ প্রধানত কৃষিজমি। এখানে বাড়ি, দোকান বা অন্য পরিকাঠামো কম। কাজেই এই সম্প্রসারণের ফলে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানুষদের সরকার ক্ষতিপূরণ দেবে।
advertisement
কৃষকদের প্রশ্ন সম্প্রসারণের ফলে কি পাশের জমিতে জল উঠবে ?
খালের জল ছাপিয়ে প্লাবিত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ কারণ শিলাবতীর সঙ্গে সংযোগস্থলে ১৬ রেগুলেটর কাম স্লুইসগেটের মাধ্যমে প্রয়োজনমতো জলপ্রবাহ চন্দ্রেশ্বর খালে প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে। খালের বহন ক্ষমতার তুলনার বেশি জল খালে প্রবেশ করতে দেওয়া হবে না ৷
advertisement
কৃষকদের প্রশ্ন জমা জল বেরোবে কী করে ?
খালের বাঁ-পাড়ে থাকবে ৮’টি নতুন স্লুইস ও ডান পাড়ে থাকবে ১১’টি নতুন স্লুইস।
সম্প্রসারণের ফলে নিচু এলাকার জল বেরোবে কী করে?
জমে থাকা জল নিচু এলাকা থেকে খাল সম্প্রসারণের জন্য সেখানে গিয়ে পড়বে।
advertisement
চন্দ্রেশ্বরের জল রুপনারায়ণে কী করে পড়বে?
বর্তমান ১৬ ফোকর গোপীগঞ্জ স্লুইসকে প্রায় দ্বিগুণ আকারে সম্প্রসারণ করা হবে। যার ফলে জল সরাসরি যাবে শিলাবতী নদীতে ৷
সম্প্রসারণের ফলে সাধারণ মানুষের যাতায়াত কী করে হবে ?
৯ টি নতুন পাকা সেতু নির্মিত হবে। এছাড়া বাঁধ তৈরি করে সেখান দিয়েও যাতায়াত করা যাবে। ঘাটাল-পাঁশকুড়া রাস্তার বৈকুন্ঠপুর থেকে দাসপুর-কেশপুর রাস্তার ডিহিচেতুয়া পর্যন্ত সংযুক্ত থাকবে। যদুপুরে পুরনো কাঁসাই ও কাঁকির সংযোগস্থলে নতুন রেগুলেটর নির্মাণ করা হবে। ফলত পুরনো কাঁসাই নদীর জল শিলাবতীতে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ হবে। নাড়াজোল, রাজনগর এলাকার জল যন্ত্রণা দূর হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যানের আজ সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, আশায় স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টি, দার্জিলিঙে হতে পারে তুষারপাত ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরে বৃষ্টি, দার্জিলিঙে হতে পারে তুষারপাত ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরে বৃষ্টি

  • দার্জিলিঙে হতে পারে তুষারপাত !

  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement