East Medinipur News: সাদা, লাল, সবুজ, কালো...গোটা মেলা জুড়ে শুধুই তুলো! কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

শুরু হয়েছে পাঁচ শতাব্দী প্রাচীন তুলসী চারার মেলা, তুলোর জন্য বিখ্যাত এই মেলা। 

+
তুলো 

তুলো 

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: লাল, সবুজ, সাদা, কালো—আপনি কোন রঙের তুলো পছন্দ করেন? এখানে সব রঙের তুলো পাবেন। দামও বেশ সাশ্রয়ী। মাত্র ৫০ টাকা কেজি দরে তুলো পাবেন এখানে। তুলোর মানও বেশ ভাল। তাই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে। কেউ আসে ব্যক্তিগত ব্যবহারের জন্য আবার কেউ বা ব্যবসার জন্য। তুলো বিকিকিনির জন্য খ্যাত এই মেলা। মেলায় প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমায়। তাদের অধিকাংশই আছে তুলো কিনতে। টনটন তুলো বিক্রি হয় এই মেলায়।
পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর তীরে তুলসী চারার মেলা। পাঁচ শতাব্দী প্রাচীন এই মেলার মূল আকর্ষণ হল তুলোর বিক্রি। প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই মেলায়। তাদের অধিকাংশই আসে তুলো কিনতে। মেলায় নানা ধরনের তুলো পাওয়া যায়।
advertisement
advertisement
সাধারণ সাদা তুলোর পাশাপাশি লাল, সবুজ, কালো-সহ নানান রঙের তুলো থাকে। সস্তা তুলো থেকে শুরু করে দামের তুলো থেকে শুরু করে দামি তুলো। তাই সব ধরনের ক্রেতার জন্য এখানে তুলো নায়ে হাজির দোকানদাররা।
এবছর মেলায় প্রায় ১৫০ জনের বেশি তুলোর বিক্রেতা রয়েছে। তারা কুইন্টাল কুইন্টাল তুলো নিয়ে হাজির। কেউ ১০ কুইন্টাল আবার কেউ ২০ কুইন্টাল তুলে নিয়ে এসেছেন। এখানে তুলো বিক্রি হয় কেজি দরে। দামও ভিন্ন ভিন্ন। সাধারণ তুলো কেজিতে মাত্র ৫০ টাকা থেকে পাওয়া যায়।
advertisement
আবার কিছু বিশেষ ধরনের তুলো পাওয়া যায় ২৫০ টাকা পর্যন্ত কেজিতে। বিক্রেতারা প্রতিদিন নতুন নতুন রঙের তুলো নিয়ে আসে। ক্রেতারা তাদের পছন্দের তুলো বেছে নেন। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীও তুলো কিনতে আসেন।
advertisement
তুলসী চারার মেলা শুধু তুলো বিকিনির জন্য বিখ্যাত নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এলাকার সংস্কৃতিকে বহন করে চলেছে এই মেলা। লাল, সবুজ, সাদা বা কালো—রঙের সীমা ছাড়িয়ে এখানে আগ্রহের সীমা নেই। চারিদিকে উড়ছে শুধুই রংবেরঙের তুলো। উত্তরও কিন্তু আসেন আবার কেউ রকমারি তুলো দেখতে আসেন। বছরের মাত্র আট দিন হলেও, মেলার এই রংবেরঙের তুলোর দৃশ্য নদীর নদীর তীরকে জীবন্ত করে তোলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: সাদা, লাল, সবুজ, কালো...গোটা মেলা জুড়ে শুধুই তুলো! কোথায় হচ্ছে জানেন?
Next Article
advertisement
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে?
  • শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷

  • বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দিরে৷

  • ১৭.৪ একর জমির উপরে গড়ে উঠবে মহাকাল মহাতীর্থ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement