East Bardhaman News: ডেনমার্ক, স্পেন...! বিদেশি শিল্পীদের বাউল টান, জমাটি আয়োজন বর্ধমানে, চুটিয়ে উপভোগ করলেন দর্শকরা
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Bardhaman News: বাংলার বাউল গানের টানে সুদূর ডেনমার্ক এবং স্পেন থেকে বর্ধমানে হাজির বিদেশি শিল্পীরা। মাটির গানের টানে বিভোর বিদেশিরা কীভাবে দর্শকদের মন জয় করলেন এবং বর্ধমানের এই বিশেষ আয়োজনের বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: গত ১৫ বছর ধরে প্রতি শীতেই কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব সঙ্গীতের আসর ‘সুর জাহান’। তবে বাংলা নাটক ডট কমের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সঙ্গীত উৎসব গত তিন বছর ধরে, কলকাতার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে পূর্ব বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত আউশগ্রামের বননবগ্রাম বাউল আশ্রমে। প্রকৃতির কোলে, ঘন জঙ্গলের মাঝে এই বিশ্ব সঙ্গীতের আসর ইতিমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করেছে।
এবছর ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিন ধরে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে যেন সঙ্গীতের এক আন্তর্জাতিক মিলনমেলা বসেছিল আউশগ্রামে। ল্যাটভিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক ও স্পেন থেকে আসা শিল্পীরা তাঁদের নিজস্ব ঘরানার গান শোনান দর্শকদের।
advertisement
advertisement
উদ্যোক্তাদের তরফে অমিতাভ ভট্টাচার্য বলেন, “শুধু শহরের মানুষ কেন? গ্রামের মানুষও উপভোগ করুক এই গান।” এর পাশাপাশি ছিল আফ্রিকান ঐতিহ্যবাহী সঙ্গীতধারার প্রতিনিধি সিদি গোমা সম্প্রদায়ের মনকাড়া পরিবেশনা এবং বাংলার প্রাচীন লোকসংগীত বাউল গান। বিশেষ আকর্ষণ ছিল মুক্ত মঞ্চে বিদেশি শিল্পীদের সঙ্গে একই সুরে ও তালে বাউল গান পরিবেশন করেন বর্ধমানের বাউল শিল্পীরা। বিদেশি সুরের সঙ্গে বাংলার বাউলের এই মেলবন্ধন দর্শকদের মুগ্ধ করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাউল শিল্পী গিরিশ বাউল বলেন, “আমার কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়, খুবই ভাল লাগছে।” সঙ্গীত উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হলেও, স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জঙ্গলমহলের মতো একটি প্রত্যন্ত এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পীদের এমন সঙ্গীত পরিবেশনা এলাকাবাসীর মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। অন্যদিকে, বিদেশি শিল্পীদেরও অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত ভঙ্গিতে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। বিদেশী শিল্পী আরাসেলী টিগানে বলেন, “আমার খুবই ভাল লাগছে এখানে। আর আমি এখানকার বাউল শিল্পীদের সম্মান করি।” সব মিলিয়ে, এত বিদেশি শিল্পীর আগমনে বিশ্ব সংগীতের ছোঁয়া পেল পূর্ব বর্ধমানের জঙ্গলমহল আউশগ্রাম, যা এলাকাটিকে দিল এক অনন্য সাংস্কৃতিক স্বাদ ও নতুন পরিচিতি।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 29, 2026 3:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ডেনমার্ক, স্পেন...! বিদেশি শিল্পীদের বাউল টান, জমাটি আয়োজন বর্ধমানে, চুটিয়ে উপভোগ করলেন দর্শকরা










