East Bardhaman News: একের পর এক চুরি! বর্ধমানে মাথায় হাত কৃষকদের, একাধিক সাবমার্সিবলের যন্ত্রাংশ নিয়ে চম্পট দুষ্কৃতীরা
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Bardhaman News: চাষের কাজে ব্যবহৃত পর পর একাধিক সাবমার্সিবলের তামার তার-সহ যন্ত্রাংশ চুরির অভিযোগ, চরম সমস্যায় চাষিরা। দেওয়ানদিঘী থানার টুবগ্রামের ঘটনা। চাষের মরশুমে এই ধরনের ঘটনায় চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
দেওয়ানদিঘি, সায়নী সরকার: চাষের কাজে ব্যবহৃত পর পর একাধিক সাবমার্সিবলের তামার তার-সহ যন্ত্রাংশ চুরির অভিযোগ, চরম সমস্যায় চাষিরা। দেওয়ানদিঘী থানার টুবগ্রামের ঘটনা। চাষের মরশুমে এই ধরনের ঘটনায় চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
অভিযোগ, গ্রামের ৮-৯টা সাবমার্সিবল ঘরের তালা ভেঙে পাম্পের তামার তার-সহ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার পুলিশ। চাষিদের অভিযোগ, এক দুই বছর আগেও এই রকম ঘটনা ঘটেছিল আবার সেই রকম ঘটনা ঘটেছে। এই ভাবে যন্ত্রাংশ চুরির ফলে চাষের কাজে প্রভূত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।
advertisement
advertisement
সিদ্দিকি সুরহাব মিঞা বলেন, শুক্রবার রাত্রে পর পর প্রায় সাত থেকে আটটি সাবমার্সিবলের কেবল তার স্ট্যাটার-সহ তামার সব জিনিস চুরি হয়ে গেছে। বছর দুয়েক আগে এরকম ঘটনা ঘটেছিল তখন প্রায় ৫০ টি সাবমার্সিবল চুরি হয়েছিল। পুলিশ এসেছিল সমস্ত বিষয়টি খতিয়ে দেখে গেছে। রফিকুল ইসলাম বলেন, “সকালে এসে দেখি সাবমার্সিবলের তালা ভাঙা আর সব ভেঙে নিয়ে নিয়েছে। এমনকি দেড়শ ফুটের কেবল তার কেটে চুরি করে নিয়েছে। প্রায় নটি সাবমার্সিবলের বলে একইভাবে চুরি হয়েছে। এর আগে ৫-৬ বছর আগে এরকম ঘটনা ঘটেছিল তারপর এই প্রথম। আমার প্রায় ১৫ হাজার টাকার মত ক্ষতি হল।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুরেন সেখ বলেন, “টুবগ্রামের পুবমাঠে সাবমার্সিবলের ঘর ভেঙে স্টার্টার, মেন সুইচ, তার কেটে নিয়ে নিয়েছে। আর শুধু আমারই নয়, পরপর আরও বেশ কয়েকজনকার সঙ্গে একই ঘটনা ঘটেছে। শনিবার থেকে রোয়ার কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন কাজ বন্ধ রাখতে হবে। এর ফলে চাষের বেশ ক্ষতি হবে।”
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 24, 2026 4:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: একের পর এক চুরি! বর্ধমানে মাথায় হাত কৃষকদের, একাধিক সাবমার্সিবলের যন্ত্রাংশ নিয়ে চম্পট দুষ্কৃতীরা








