East Bardhaman News: মোবাইলের জন্য অপেক্ষা আর সহ্য হল না, কিশোরের মর্মান্তিক সিদ্ধান্ত! পুরোটা শুনলে বুক ফেটে যাবে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
East Bardhaman News: মায়ের কাছে মোবাইলের জন্য আবদার। ছেলের আবদারে সঙ্গেসঙ্গে হাতে তুলে দেননি ফোন। ফল হল মারাত্মক।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: মায়ের কাছে মোবাইলের জন্য আবদার। ছেলের আবদারে সঙ্গেসঙ্গে হাতে তুলে দেননি ফোন। বদলে জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর কিনে দেওয়া হবে মোবাইল। কিন্তু অপেক্ষা করতে বলা যে এতট মারাত্মক হতে পারে, সেটা কল্পনাও করতে পারেননি।
কারণ মোবাইল কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে নিজেকে শেষ করে দিয়েছে ছেলে। অভিমানে গলায় ফাঁস দিয়ে পরিবার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই পড়ুয়া। মৃত ওই ছাত্রের বাড়ি পূর্বস্থলীর নবপল্লী এলাকায়। সে পারুলিয়া কুলোকামিনী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর পড়ুয়া ছিল।
আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়ন রুখতে ময়দানে নামল ছাত্রীরা, এলাকায় খুদে বিজ্ঞানীদের নিয়ে জয়জয়কার! প্রজেক্ট দেখে মুগ্ধ কাশীপুর
জানা গিয়েছে, আগামী বছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। পড়াশোনা ভাল করে করার জন্য এখনই মোবাইল ফোন হাতে না তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিভাবকরা। বদলে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে কিনে দেওয়া হবে মোবাইল, এমনই জানিয়েছিলেন মা।
advertisement
advertisement
আরও পড়ুন: মোবাইল আসক্তি থেকে মুক্তির নতুন মন্ত্র, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পড়ুয়াদের কামাল! ৩ মিনিটে কারা বাজিমাত করল দেখুন
আর এরপরই মায়ের ওপর অভিমান করে বাড়িতেই গতকাল বুধবার দুপুরের পর গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণীর পড়ুয়া নিজেকে শেষ করে দিয়েছে। এদিন মৃতের দাদা জানান, মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকেই এই ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 29, 2026 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: মোবাইলের জন্য অপেক্ষা আর সহ্য হল না, কিশোরের মর্মান্তিক সিদ্ধান্ত! পুরোটা শুনলে বুক ফেটে যাবে








