NIPAH Virus: ঘোর দুশ্চিন্তায় স্বাস্থ্য দফতর, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তির সংখ্যা লাফিয়ে বেড়ে ৮২! বর্ধমানজুড়ে কড়া সতর্কতা

Last Updated:

NIPAH Virus: নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসার সংখ্যা ৪৮ থেকে বেড়ে হয়েছে ৮২ জন। জেলা জুড়ে বাড়ছে উদ্বেগ।

জরুরী বিভাগ
জরুরী বিভাগ
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসার সংখ্যা ৪৮ থেকে বেড়ে হয়েছে ৮২ জন বলেন জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের কন্টাক্ট ট্রেসিং করে লাইন লিস্ট তৈরি করা হয়েছিল। সেটা এদিন বুধবার আরও বেড়েছে।
এই পর্যন্ত সবমিলিয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮২। আক্রান্তের সংস্পর্শে বা হাসপাতালে ছিলেন ৮২ জন। তাঁদের মধ্যে ২জনের উপসর্গ দেখা দিয়েছিল। যাঁদের মধ্যে একজন হাউস স্টাফ। যাঁর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়। তিনি বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি এখন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রয়েছেন। তবে এদিন তিনি ভাল আছেন বলেই খবর।
আরও পড়ুন: মর্মান্তিক বললেও কম বলা হয়! ধাক্কা মেরে সাইকেল আরোহীকে ১০ কিলোমিটার টেনে নিয়ে গেল চারচাকা, গাড়ি ফেলে চম্পট চালকের
এছাড়া যে নার্সিং স্টাফের একটু উপসর্গ দেখা দিয়েছিল, তিনিও এখন ভাল আছেন বলে জানা গিয়েছে। তবে যে ৮২ জনের তালিকা তৈরি করা হয়েছে, তাঁরা আক্রান্ত বা যাঁদের উপসর্গ রয়েছে, তাদের সংস্পর্শে এসেছেন। ফলে তাঁদের দিকে বাড়তি নজর দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তাঁদের শারীরিক অবস্থা নজরে রাখা হচ্ছে। তাঁরাও আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবমিলিয়ে নিপা ভাইরাস আতঙ্ক বাড়িয়েছে জেলায়। চিন্তা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতরের। পাশাপাশি পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাছাড়াও হাসপাতালগুলিকেও প্রস্তুত রাখা হচ্ছে। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়লেও, এখনও সচেতন নন অনেকেই। মাস্ক ছাড়া অনেকেই হাসপাতাল চত্ত্বরে ঘুরছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
NIPAH Virus: ঘোর দুশ্চিন্তায় স্বাস্থ্য দফতর, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তির সংখ্যা লাফিয়ে বেড়ে ৮২! বর্ধমানজুড়ে কড়া সতর্কতা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement