East Bardhaman News: জাতীয় সড়কে তোলপাড়, লাকুর্ডিতে ডাম্পারের ধাক্কায় ট্যাঙ্কার-পিকআপের পরপর সংঘর্ষ! গুরুতর আহত ৩
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman News: জাতীয় সড়কে পর পর তিনটি গাড়ির ধাক্কা। জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত তিন কর্মী গুরুত।
বর্ধমান,সায়নী সরকার: জাতীয় সড়কে পরপর তিনটি গাড়ির ধাক্কা। ডিভাইডারে লাগানো গাছে জল দেওয়ার কাজে নিযুক্ত ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা ডাম্পারের। ঘটনায় আহত ৩। বর্ধমানের লাকুর্ডি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, লাকুর্ডি এলাকায় ১৯ নং জাতীয় সড়কের ডিভাইডারে লাগানো গাছে জল দেওয়ার সময় জল দেওয়ার কাজে নিযুক্ত ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণে হারিয়ে আচমকা ধাক্কা মারে একটি ডাম্পার।
পিছন থেকে ডাম্পারটি সজোরে ধাক্কা মারার ফলে ট্যাঙ্কারটি সামনে কিছুটা এগিয়ে গিয়ে সামনে থাকা জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণে নিযুক্ত সংস্থার কর্মীদের একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে ৩ জন গুরুতরভাবে আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়।
আরও পড়ুন: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী শেখ আজিম ও অরিত্র চক্রবর্তী বলেন, ডাম্পারটি বর্ধমানের দিক থেকে নবাবহাটের থেকে যাচ্ছিল। জাতীয় সড়কের লাকুর্ডি এলাকায় হঠাৎ জল দেওয়া ট্যাঙ্করের পিছনে ধাক্কা মারলে ট্যাঙ্কারটি সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্ভবত ডাম্পারের চালক কোনও কারণে ঘুমিয়ে পড়েছিলেন বলে অনুমান। স্থানীয় বাসিন্দা হারাধন মাঝি বলেন, হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখি একটি ডাম্পার এসে জল দেওয়ার ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মেরেছে। ফলে ট্যাঙ্কারটি সামনে থাকা আরেকটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনার ডাম্পারের চালক ও যারা জল দিচ্ছিল তারা কয়েকজন আহত হয়েছেন।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 25, 2026 4:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: জাতীয় সড়কে তোলপাড়, লাকুর্ডিতে ডাম্পারের ধাক্কায় ট্যাঙ্কার-পিকআপের পরপর সংঘর্ষ! গুরুতর আহত ৩











