Doctor Death: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত তরুণ চিকিৎসক! 'জনদরদি' ডাক্তারবাবুকে হারিয়ে হাহাকার গ্রামে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Doctor Death: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ চিকিৎসক! এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গ্রামীণ হাসপাতালে।
চণ্ডীপুর, সৈকত শী: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ চিকিৎসক! এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গ্রামীণ হাসপাতালে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা।
এবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ চিকিৎসক। পথ দুর্ঘটনাটি ঘটে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের চণ্ডীপুর থানা এলাকায়। ওই চিকিৎসকের নাম চয়নদীপ দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি মঙ্গলবার রাতে আটটা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কে চণ্ডীপুর ব্লকের গড়গ্রাম এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের-সহ চিকিৎসক চয়নদীপ দাস গুরুতর আহত হন। ডক্টর দাস তাঁর কর্মস্থল এড়াশাল হাসপাতালের উদ্দেশ্যে বাইকের পিছনে আসছিলেন। সহসা গড়গ্রাম টিনের স্কুল টার্নিং-এর কাছে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত মহিলাকে নিয়ে ছুটল ট্রেন! খেজুরিতে চাঞ্চল্য
যার ফলে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। গুরুতর আহত হন। স্থানীয় এলাকার মানুষজন আহত ডাক্তার বাবুকে এড়াশাল রুরাল হাসপাতালের উদ্দেশ্যে যায়। হাসপাতালের বিএমওএইচ-সহ অন্যান্য চিকিৎসকেরা চণ্ডীপুরের একটি বেসরকারি হসপিটালে জরুরি বিভাগে ভর্তি করেন। প্রায় দু’ঘণ্টা ধরে ইমারজেন্সিতে চিকিৎসার পর তাঁকে কলকাতার পিজি হসপিটালে গ্রিন করিডর করে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: ‘রোজ রোজ এক ডিমের ঝোল খাব না’! বলতেই স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী, মারাত্মক কাণ্ড
কিন্তু কলকাতার পিজি হাসপাতালে মারা যান ওই চিকিৎসক। প্রসঙ্গত, চিকিৎসক হিসেবে বেশ কয়েক বছর ধরে এড়াশাল রুরাল হসপিটালে সুনামের সঙ্গে কাজ করছেন। দুর্ঘটনার খবর পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটে যান নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিদ দেওয়ান এবং অন্যান্য চিকিৎসকেরা।
advertisement
মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই চিকিৎস। দ্রুতই চিকিৎসার জন্য প্রথমে বেসরকারি নার্সিংহোমে পড়ে কলকাতার পিজি হাসপাতাল স্থানান্তরিত করা হয়। কিন্তু দুর্ভাগ্য ওই চিকিৎসকের প্রাণ বাঁচানো যায়নি।” ওই চিকিৎসক চয়নদীপ দাসের আদি বাড়ি মেদিনীপুর শহরে। বর্তমানে তিনি থাকতেন হাওড়ার আন্দুলের কাছে একটি ফ্ল্যাটে। এখান থেকেই তিনি এড়াশাল গ্রামীণ হাসপাতালে আসছিলেন। তার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এমন একজন জনদরদী চিকিৎসককে হারিয়ে হাসপাতালের কর্মী-সহ শোকস্তব্ধ স্থানীয় মানুষজন।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 21, 2026 5:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Doctor Death: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত তরুণ চিকিৎসক! 'জনদরদি' ডাক্তারবাবুকে হারিয়ে হাহাকার গ্রামে








