TMC Digital Joddha: বিজেপির বিরুদ্ধে প্রচারে নয়া স্ট্র্যাটেজি! আমজনতার মধ্যেও ডিজিটাল যোদ্ধার অভিযান চালাচ্ছে তৃণমূল কংগ্রেস
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রসঙ্গত, ইতিমধ্যেই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে সোশ্যাল ওয়ালে জোরদার লড়াই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিলন মেলায় তাদের নিয়ে সম্মেলন পর্যন্ত করেছেন।
কলকাতা: বিজেপির বিরুদ্ধে প্রচারে স্বেচ্ছাসেবী চাইছে তৃণমূল কংগ্রেস। স্বেচ্ছায় ভিডিও, গ্রাফিক্স কনটেন্ট, রিল বা শর্টস, মিউজিক, RAP বা গানের লিরিক্স লেখা ব্যক্তিদের খোঁজ করছে তারা। ইতিমধ্যেই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার বিভিন্ন ক্ষেত্রে প্রচারে ঝাঁঝ আরও বাড়াতে চাইছে তৃণমূল। এবার আমজনতার মধ্যেও ডিজিটাল যোদ্ধার সন্ধানে শাসকদল।
তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, “দিদিকে ভালবাসেন? বহিরাগত শক্তিকে রুখতে তৃণমূল কংগ্রেসের হয়ে স্বেচ্ছায় ভিডিও বা গ্রাফিক্স কনটেন্ট তৈরি করতে চান? বিজেপির বিরুদ্ধে কিংবা বাংলার পক্ষে রিল বা শর্টস বানাতে পারেন? মিউজিক, Rap বা গানের লিরিক্স লিখতে পারেন? আগামী ৪ মাসের জন্য দিদির হয়ে বাংলার পক্ষে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে চান? এগুলোর মধ্যে আপনি যেগুলি করতে সক্ষম সেই দক্ষতার ফিল্ড উল্লেখ করে আপনার নাম, ফোন ও whatsapp নম্বর সহযোগে মেইল করুন TrinamoolItCell@gmail.com মেইল আইডিতে.. দেখা হবে। খেলা হবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে সোশ্যাল ওয়ালে জোরদার লড়াই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিলন মেলায় তাদের নিয়ে সম্মেলন পর্যন্ত করেছেন। যেখানে অভিষেক বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবার অন্য ধরনের প্রচারকে সরাসরি মানুষের কাছে তারা নিয়ে যেতে চাইছেন, সেই কারণে এই ধরনের আবেদন রাজ্যের শাসকদলের তরফে করা হয়েছে।
advertisement
রাজনৈতিক মহলের মতে সোশ্যাল মিডিয়ায় প্রচার বা ডিজিটাল মাধ্যমের প্রচারে অনেকটাই এগিয়ে বিজেপি শিবির। তারা যে ভাবে প্রচার চালায়। অনেকেই তাদের সাথে সেই প্রচারের লড়াইয়ে পেরে ওঠে না। বিভিন্ন রাজ্যের নির্বাচনের সময়েও তার ফলশ্রুতি দেখা যায়। এই অবস্থায় জোরদার প্রচার সোশ্যাল মিডিয়ায় সেরে নিতে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেসও। যে যে ইস্যু নিয়ে তারা প্রচার করতে চায়, তা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে করালে, সোশ্যাল ওয়ালে তাদেরও শক্তি প্রদর্শন সহজ হবে। রাজনৈতিক মহলের মতে সেই কারণেই এমন উদ্যোগ। যদিও তাকে কটাক্ষ করছে বিজেপি শিবির।
Location :
West Bengal
First Published :
Jan 21, 2026 9:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC Digital Joddha: বিজেপির বিরুদ্ধে প্রচারে নয়া স্ট্র্যাটেজি! আমজনতার মধ্যেও ডিজিটাল যোদ্ধার অভিযান চালাচ্ছে তৃণমূল কংগ্রেস









