Crime News: ভাড়াবাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতেই প্রকাশ্যে ভয়াবহ ঘটনা, স্ত্রী ও দুই কন্যাকে খুন করে আত্মহত্যা ফল ব্যবসায়ীর
- Reported by:Pranab kumar Banerjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: ভগবানগোলা থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, দুই কন্যা সন্তান ও নিজের স্ত্রীকে গলা কেটে খুন করে আত্মঘাতী হয়েছেন এক ফল ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম মানিক বেপারী।
লালগোলাঃ ভগবানগোলা থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, দুই কন্যা সন্তান ও নিজের স্ত্রীকে গলা কেটে খুন করে আত্মঘাতী হয়েছেন এক ফল ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম মানিক বেপারী।
আরও পড়ুনঃ ‘নতুন পথে হাঁটা’! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
বুধবার সকালে তিনি যে ভাড়াবাড়িতে থাকতেন, সেখান থেকে দুর্গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হলে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতরে স্ত্রী ও দুই কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার করে। অন্যদিকে, মানিক বেপারীকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও সন্তানদের খুনের পর আত্মহত্যা করেছেন ওই ফল ব্যবসায়ী। জানা গিয়েছে, প্রায় দশ মাস আগে তিনি ওই এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 1:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: ভাড়াবাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতেই প্রকাশ্যে ভয়াবহ ঘটনা, স্ত্রী ও দুই কন্যাকে খুন করে আত্মহত্যা ফল ব্যবসায়ীর










