advertisement

Chiranjeet Chakraborty: 'যদি আর না ফিরি...', চতুর্থবার টিকিট পাওয়া নিয়ে দোলাচলে, ভিজে চোখেই নিন্দুকদের জবাব চিরঞ্জিতের!

Last Updated:

তিন বার বিধায়ক নির্বাচিত হওয়ার পরেও যে টিকিট না পাওয়ার আশঙ্কা তাঁর মনে উঁকি মারছে, তাও আড়াল করেননি তারকা বিধায়ক৷

বারাসতে টিকিট পাওয়া নিয়ে সংশয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী৷
বারাসতে টিকিট পাওয়া নিয়ে সংশয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী৷
চিরঞ্জিৎ চক্রবর্তী, বারাসত: বিধানসভা নির্বাচন দৌড় গোড়ায়। টিকিট পাবেন কি পাবেন না নিশ্চিত নয়। কিন্তু অন্তিম লগ্নে এসে আবেগপ্রবণ বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। বারাসতবাসীর জন্য বিধায়ক হিসেবে গত ১৫ বছরে কী করেছেন, তা বলতে গিয়ে চোখ ভিজে এল তারকা বিধায়কের। বার বারই বুঝিয়ে দিলেন, ফের বারাসতের বিধায়ক হিসেবেই ফিরতে চান তিনি৷ যদিও সেই সুযোগ তিনি পাবেন কি না, তা পুরোপুরি দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই নির্ভর করছে বলেও স্পষ্ট করে দিয়েছেন চিরঞ্জিৎ৷
মঙ্গলবার বারাসতে একটি বিধায়ক তহবিলের টাকায় তৈরি নতুন একটি বাতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় বার বারই আবেগপ্রবণ হয়ে পড়লেন চিরঞ্জিৎ৷ তিন বার বিধায়ক নির্বাচিত হওয়ার পরেও যে টিকিট না পাওয়ার আশঙ্কা তাঁর মনে উঁকি মারছে, তাও আড়াল করেননি তারকা বিধায়ক৷ তিনি বলেন, ‘আমরা প্রচুর কাজ করেছি৷ সেই কাজগুলো জেনে নিয়ে ভোট দেবেন৷ যদি আমি না ফিরি তাহলেও যেন আপনাদের জন্য আমার পকেট নিঃস্ব করে দিয়ে যেতে পারি আপনাদের জন্য৷ এটাই আমার ইচ্ছে৷ আর যদি নেত্রী মনে করেন যে আমাকে থাকতে হবে, আমার দায়িত্ব বাকি আছে, তাহলে সেটা পরে দেখা যাবে৷’
advertisement
একই সঙ্গে চিরঞ্জিৎ দাবি করেছেন, ‘এখন সিনেমার জন্য আরও বেশি করে সময় দিচ্ছেন তিনি৷ বিধায়ক হিসেবে তাঁকে বারাসতের মানুষ কাছে পান না বলে বার বারই অভিযোগ করেছেন তাঁর সমালোচকরা৷ এ দিন অবশ্য চিরঞ্জিৎ পাল্টা দাবি করেছেন, বিধায়ক হিসেবে কাজ করতে গিয়ে গত ১৫ বছরে তিনি অভিনয় পেশাকেও অনেকটাই উপেক্ষা করেছেন ৷ বর্তমানে তাঁর কাছে বেশ কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব আছে বলেও দাবি করেন চিরঞ্জিৎ৷ অভিনেতা বিধায়ক বলেন, গত ১৫ বছরে কিন্তু আমি ওদিকটা (সিনেমায় অভিনয়) অবহেলা করেছি৷ এই ১৫ বছরে আমি আরও বেশ কিছু হিট ছবি দিতে পারতাম৷ তার প্রভাবও পড়েছে ইন্ড্রাস্ট্রিতে৷’
advertisement
advertisement
সমালোচকদের জবাব দিতে গিয়েও গলা ধরে আসে বারাসতের বিধায়কের৷ চিরঞ্জিৎ বলেন, ‘যাঁরা বলে আমি এখানে কম আসি, আমি যদি সপ্তাহে দু দিন করেও আসি তাহলে গত ১৫ বছরে বারাসতে ১৫০০ বার এসেছি৷ এই করে করে এটা আমার পাড়া হয়ে গিয়েছে৷ আপনারা আমার আত্মীয় হয়ে গিয়েছেন৷ আমি যেটা করতে পারি সেটাই করেছি৷ আমি অতো স্লোগান দিতে পারি না, চিৎকার করতে পারি না৷ কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে যেটুকু করতে পারি সৎ ভাবে সেটাই করেছি৷ যে টাকা সরকার বরাদ্দ করেছে সেটা প্রয়োজন অনুযায়ী একটা টাকা না নিয়ে আমি ভাগ করে দিয়েছি৷ এতে আমার কোনও কৃতিত্ব নেই৷ আমার কৃতিত্ব আমি আপনাদের বন্ধু হয়ে উঠতে পেরেছি৷ যে বন্ধু নিজের আখেড় গোছায় না৷ তাই যে কদিন আছি, আমার কাছে জমে থাকা বরাদ্দ হওয়া টাকা আমি কাউন্সিলরদের মাধ্যমে খরচ করে ফেলতে চাই বারাসতের উন্নয়নের জন্য৷’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Chiranjeet Chakraborty: 'যদি আর না ফিরি...', চতুর্থবার টিকিট পাওয়া নিয়ে দোলাচলে, ভিজে চোখেই নিন্দুকদের জবাব চিরঞ্জিতের!
Next Article
advertisement
Chiranjeet Chakraborty:  'যদি আর না ফিরি...', চতুর্থবার টিকিট পাওয়া নিয়ে দোলাচলে, ভিজে চোখেই নিন্দুকদের জবাব চিরঞ্জিতের!
'যদি আর না ফিরি...', ফের টিকিট পাওয়া নিয়ে দোলাচলে,ভিজে চোখেই নিন্দুকদের জবাব চিরঞ্জিতের!
  • আবেগপ্রবণ হয়ে পড়লেন বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷

  • বারাসতের টিকিট পাওয়া নিয়ে সংশয়ে বিধায়ক৷

  • দলনেত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে চিরঞ্জিৎ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement