Bangla News: শিয়ালের খোঁড়াখুঁড়িতে প্রকাশ্যে এল রহস্য, সরষে ক্ষেতে পুঁতে রাখা সদ্যজাত পুত্রসন্তানের মরদেহ উদ্ধার
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
রামেশ্বরপুর তিন মাইল বটতলা এলাকার একটি সরষে ক্ষেতের মধ্যে কে বা কারা সদ্যজাত শিশুর দেহ মাটি খুঁড়ে পুঁতে রেখে যায়। এদিন সকালে কয়েকটি শিয়াল ওই সরষে ক্ষেতের একটি গর্তের ভিতর মাটি খুঁড়তে শুরু করে এবং মাটির নিচে থাকা শিশুর দেহ খাবলানোর চেষ্টা করে।
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সদ্যজাত পুত্রসন্তানের মরদেহ উদ্ধার, চাঞ্চল্য হাসনাবাদে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে মহাকুমার হাসনাবাদ থানার অন্তর্গত বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। একটি সরষে ক্ষেতের মধ্য থেকে মাটি খুঁড়ে সদ্যজাত এক পুত্রসন্তানের মরদেহ উদ্ধার করল পুলিশ।
আরও পড়ুনঃ স্নানের পর কানে জল ঢুকে যন্ত্রণা? ENT চিকিৎসকের ৩ ম্যাজিক ট্রিকে মিলবে তৎক্ষণাৎ আরাম
স্থানীয় সূত্রে জানা যায়, রামেশ্বরপুর তিন মাইল বটতলা এলাকার একটি সরষে ক্ষেতের মধ্যে কে বা কারা সদ্যজাত শিশুর দেহ মাটি খুঁড়ে পুঁতে রেখে যায়। এদিন সকালে কয়েকটি শিয়াল ওই সরষে ক্ষেতের একটি গর্তের ভিতর মাটি খুঁড়তে শুরু করে এবং মাটির নিচে থাকা শিশুর দেহ খাবলানোর চেষ্টা করে। এই দৃশ্য প্রথমে লক্ষ্য করেন এলাকার এক চাষি। চাষির কাছ থেকে খবর পেয়ে আশপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তাঁরা মাটির নিচে চাপা পড়ে থাকা সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ঘটনাটি জানাজানি হয়ে যায় এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement
advertisement
পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি হাসনাবাদ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কারা এই সদ্যজাত শিশুকে মাঠের মধ্যে পুঁতে রাখল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত শিশুটির পরিচয় বা কোনও ঠিকানা জানা যায়নি। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 15, 2026 4:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: শিয়ালের খোঁড়াখুঁড়িতে প্রকাশ্যে এল রহস্য, সরষে ক্ষেতে পুঁতে রাখা সদ্যজাত পুত্রসন্তানের মরদেহ উদ্ধার








