Amrit Bharat Station Scheme: কবে শেষ হবে কালনা স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ! খতিয়ে দেখতে DRM, বেঁধে দিলেন কাজের সময়সীমা

Last Updated:

Amrit Bharat Station Scheme: কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রায় এক ঘণ্টা স্টেশন পরিদর্শন করলেন হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) বিশাল কাপুর। 

কালনা রেল স্টেশন
কালনা রেল স্টেশন
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: অমৃত ভারত প্রকল্পের আওতায় অম্বিকা কালনা রেল স্টেশনের আধুনিকীকরণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রায় এক ঘণ্টা স্টেশন পরিদর্শন করলেন হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর। পরিদর্শন চলাকালীন কাজের গতি ও কাজের ধরন নিয়ে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কাছে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
পরিদর্শনের সময় ডিআরএম প্রশ্ন তোলেন, দিব্যাঙ্গনদের ব্যবহারের জন্য নির্মিত টয়লেট কেন এত নিচু উচ্চতায় তৈরি করা হয়েছে এবং কেন কাজের অগ্রগতি এত ধীরগতির। এই বিষয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ব্যাখ্যাও চান তিনি। পাশাপাশি, কাজের মান ও সময়সীমা মেনে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে একাধিক পরামর্শ দিতে দেখা যায় তাঁকে।
advertisement
advertisement
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে DRM বিশাল কাপুর জানান, নভেম্বর মাস পর্যন্ত বৃষ্টির জল জমে থাকার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশা করা হচ্ছে, আগামী এপ্রিল মাসের মধ্যেই আধুনিকীকরণের কাজ সম্পন্ন করা যাবে। এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত নিকটবর্তী অন্যান্য স্টেশনগুলিই যাত্রীদের ব্যবহার করতে হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে কালনা স্টেশন থেকে কোনও স্পেশ্যাল ট্রেন চালানো হবে কি না এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এর জন্য যাত্রীসংখ্যা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে একটি এস্টিমেট তৈরি করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কালনা স্টেশনের সংলগ্ন রেল বস্তি সংক্রান্ত প্রশ্ন করা হলে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে এড়িয়ে যান ডিআরএম।এদিনের পরিদর্শনে ডিআরএম-এর সঙ্গে উপস্থিত ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amrit Bharat Station Scheme: কবে শেষ হবে কালনা স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ! খতিয়ে দেখতে DRM, বেঁধে দিলেন কাজের সময়সীমা
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement