Accident: রাতের সল্টলেকে ভয়াবহ ঘটনা! মদ্যপ দুই যুবক ও এক যুবতী যে কাণ্ড ঘটাল, ছুটতে হল হাসপাতালে
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Accident: পুলিশ সূত্রে খবর, রাত ১১:৩০টা নাগাদ বৈশাখী থেকে ৭ নম্বর ট্যাঙ্ক এর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। খবর যায় বিধান নগর পূর্ব থানায়।
কলকাতা: রাতের সল্টলেকে ফের দুর্ঘটনা। তাতে দুই যুবক ও এক যুবতী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে, তারা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাদের গাড়িটি। গাড়িটিকে আটক করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাত ১১:৩০টা নাগাদ বৈশাখী থেকে ৭ নম্বর ট্যাঙ্ক এর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। খবর যায় বিধান নগর পূর্ব থানায়। পুলিশ গিয়ে আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় ছিল তারা।
বিহারে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে বিহারে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম, আলাই শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে।
advertisement
advertisement
বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 9:58 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: রাতের সল্টলেকে ভয়াবহ ঘটনা! মদ্যপ দুই যুবক ও এক যুবতী যে কাণ্ড ঘটাল, ছুটতে হল হাসপাতালে









