advertisement

Accident: বেপরোয়া বাইক, সরস্বতী পুজোর সকালে দিঘা রাজ্য সড়কে প্রাণ গেল যুবকের! আহত ১

Last Updated:

Accident: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াগঞ্জের দিক থেকে ভগবানগোলার দিকে বেপরোয়া গতিতে একটি মোটরবাইক চালিয়ে আসছিল দুই যুবক। তাঁদের বাড়ি ভগবানগোলা থানার বুধোর ডাঙ্গাপাড়া এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লালবাগ: দিঘা রাজ্য সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা, বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় এক যুবকের মৃত্যু, গুরুতর আহত আরেকজন। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত দিঘা রাজ্য সড়ক এলাকায় ফের ভয়াবহ পথদুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াগঞ্জের দিক থেকে ভগবানগোলার দিকে বেপরোয়া গতিতে একটি মোটরবাইক চালিয়ে আসছিল দুই যুবক। তাঁদের বাড়ি ভগবানগোলা থানার বুধোর ডাঙ্গাপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতির কারণেই মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: জেলেই প্রেমে পড়ল খুনের দুই আসামী, এবার প্যারোলে বেরিয়ে বিয়ের তোড়জোড়! চমকে দেওয়া কাণ্ড
অপর যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য দিঘা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বিবাহ-বিতর্ক তুঙ্গে, হিরণের প্রথম স্ত্রীর অভিযোগে মামলা রুজু করল পুলিশ! এবার কী হবে?
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে নিয়মিত বেপরোয়া গতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
ফরহাদ হোসেন, লালবাগ, মুর্শিদাবাদ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: বেপরোয়া বাইক, সরস্বতী পুজোর সকালে দিঘা রাজ্য সড়কে প্রাণ গেল যুবকের! আহত ১
Next Article
advertisement
Andhra Husband Murder:  স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা
স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, ডাক পড়ল প্রেমিকের! অন্ধ্রে শিউরে ওঠা ঘটনা
  • ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে স্বামীকে খুন স্ত্রীর৷

  • অন্ধ্র প্রদেশের গুন্টুরে হাড় হিম করা ঘটনা৷

  • পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement