Hiran Chatterjee Marriage Controversy: বিবাহ-বিতর্ক তুঙ্গে, হিরণের প্রথম স্ত্রীর অভিযোগে মামলা রুজু করল পুলিশ! এবার কী হবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Hiran Chatterjee Marriage Controversy: হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল আনন্দপুর থানার পুলিশ। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন।
কলকাতা: হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল আনন্দপুর থানার পুলিশ। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন।
পাশাপাশি, অভিযোগে বলা হয়েছে, বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ও হৃতিকা গিরি অবৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। (BNS)-এর ৮২(১)/৮৫/৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিবাহিত অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্কের অভিযোগ। স্ত্রীর উপর মানসিক বা শারীরিক নিগ্রহের অভিযোগ, অপরাধে সহায়তা ও প্ররোচনা করা।
আরও পড়ুন: কলকাতায় এবার হবে বই-তীর্থ! সারা বছর বই নিয়ে বিশেষ পরিকল্পনা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হৃতিকা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়েছেন, তাঁদের এই বিয়ে কোনো লুকোছাপা নয়, বরং দীর্ঘ ৫ বছরের সম্পর্কের পরিণতি। ঋতিকা দাবি করেছেন, তাঁর বয়স নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। অনিন্দিতাকে ইতিপূর্বেই ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে, বলে অভিযোগ ঋতিকার।
advertisement
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোয় কেন অপরিহার্য কাঁচা হলুদ? ডাক্তার বলে দিলেন একাধিক কারণ, জেনে নিন
ঋতিকা বলেন, ‘এই বিয়ে আমরা অনেক আগেই করেছি। পেছনের ৫ বছর ধরে আমরা একসঙ্গে আছি এবং এই সব বিষয় অনিন্দিতা জানত। আমার সব অ্যাকাউন্টও পাবলিক ছিল, কোনওকিছুই লুকোনো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন এবং কেন তখন কোনও প্রশ্ন তোলেননি’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 1:24 PM IST











