West Bardhaman News: পুর এলাকার রাস্তা সারাই করবে জেলা পরিষদ! কুলটিতে অবাক কাণ্ড
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
আসানসোল পুরনিগম ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ উদ্যোগ না নেওয়ায় ২০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা সারাইয়ের ভার নিল জেলা পরিষদ!
পশ্চিম বর্ধমান: আছে উন্নয়ন পর্ষদ, আছে পুরনিগম। তবুও রাস্তা সংস্কারের দায়িত্ব নিতে হল জেলা পরিষদকে। এমনই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানে। কারণ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা নিয়ে কারোর বিশেষ হেলদোল ছিল না। শেষপর্যন্ত জেলা পরিষদের সভাধিপতির বিশেষ ফান্ড থেকে রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হল।
আসানসোল পুরনিগমের অন্তর্গত কুলটির মিঠানি এলাকার রাস্তাকে কেন্দ্র করে এমনই ঘটনা ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অবহেলিত এখানকার ৮ কিলোমিটার রাস্তা। আসানসোল পুরনিগমের আওতায় আট নম্বর বস্তি থেকে রাধানগর গ্রাম পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় দিনের পর দিন পড়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ২০ বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। পিডব্লুডি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আসানসোল পুরনিগম কেউই এর দায়িত্ব নিতে চায়নি। শেষ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য এগিয়ে এল জেলা পরিষদ।
advertisement
advertisement
আসানসোল পুর এলাকার মধ্যেই পড়ে এই রাস্তাটি। তবু জেলা পরিষদ এটি সারাইয়ের দায়িত্ব নেওয়ায় প্রশ্ন উঠছে। পাশাপাশি রাস্তার এতটা খারাপ অবস্থার জন্য আসানসোল পুরনিগমের অবহেলাকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয়রা।
রাস্তার অতি খারাপ অবস্থা দেখে সংস্কারে উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। তাও বছর কুড়ি পর। এরজন্য প্রায় ১৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি রানিগঞ্জের জন প্রতিনিধি। তিনি তাঁর ফান্ড থেকে এই রাস্তাটি সংস্কারের জন্য টাকা অনুমোদন করেছেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও পুরনিগম থাকতেও জেলা পরিষদকে কেন রাস্তা মেরামতের উদ্যোগ নিতে হচ্ছে?
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 4:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পুর এলাকার রাস্তা সারাই করবে জেলা পরিষদ! কুলটিতে অবাক কাণ্ড