Wonder Boy-Viral Video : বিস্ময় বালক! বয়স মাত্র দুই! বিরল প্রতিভা! ১০ মিনিটে এই কাণ্ড করতে পারে সে! ভিডিও অবাক করবে!
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Wonder Boy-Viral Video: গলায় আদো আদো কথা! বয়স সবে দুই! বিস্ময় বালককে নিয়ে হইচই দুর্গাপুরে!
পশ্চিম বর্ধমান : বয়স মাত্র দু’বছর দুমাস। এখনও স্কুলের দরজায় পা রাখেনি সে। অথচ তার স্মৃতিশক্তি অবাক করছে সকলকে। মাত্র ১০ মিনিট। তাতেই গড়গড় করে বলে দিচ্ছে ৯৮ টি নাম। দেশের সমস্ত রাজ্য, রাজ্যগুলির রাজধানীর নাম গড়গড়িয়ে বলছে এই ছোট্ট শিশু। দেশের জাতীয় প্রতীক থেকে সমস্ত রকম জাতীয় চিহ্ন, জাতীয় ফুল,ফলের নাম অবলীলায় বলে দিতে পারে দু’বছরের খুদে অভিমন্যু নন্দী।
দুর্গাপুরের বিধাননগর জোনাল মার্কেট এলাকার বাসিন্দা সঞ্জয় নন্দী। পেশায় তিনি ব্যবসায়ী। তার স্ত্রী সুস্মিতা। এই দম্পতির ছেলে অভিমন্যু। অভিমন্যুর মা জানিয়েছেন, তিনি ছোট থেকে কথায় কথায় ছেলেকে বিভিন্ন নাম বলতেন। তখন তিনি লক্ষ্য করেন, ছেলের প্রখর স্মৃতিশক্তি। এরপর দেশের বিভিন্ন রাজ্য, রাজ্যগুলির রাজধানী ইত্যাদি সম্পর্কে শিক্ষা দিতে থাকেন ছেলেকে। পাশাপাশি দেশের বিভিন্ন জাতীয় ফল, ফুল, প্রতীকের নামও ছেলেকে বলতে শুরু করেন। আর মায়ের মুখের কথা শুনে তা নিজের মস্তিষ্ক গত করে ছোট্ট অভিমন্যু। বর্তমানে সে আরও অনেক নাম শিখেছে। যার মধ্যে রয়েছে দেশের বিভিন্ন দেশ এবং সেগুলির রাজধানীর নামও।
advertisement
advertisement
মাত্র ১০ মিনিটে ৯৮ টি নাম বলে দিতে পারে অভিমন্যু। সেই বিষয়ে একটি ভিডিও রেকর্ড করে অভিমন্যুর অভিভাবকরা তা পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কাছে। সেখান থেকেও সম্প্রতি এসেছে অ্যাপ্রিশিয়েশন লেটার, অর্থাৎ শংসাপত্র। তাছাড়াও এসেছে একটি মেডেল এবং কিছু উপহার। অভিমন্যুর বাড়িতে গিয়ে দেখা গিয়েছে, আদো আদো গলায় কথা বলছে ছোট্ট এই শিশু। গলায় মেডেল নিয়ে খেলা করতে ব্যস্ত সে। খুদের এই কীর্তিতে গর্বিত শহরবাসী। গর্বিত তার বাবা মা’ও।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2023 3:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Wonder Boy-Viral Video : বিস্ময় বালক! বয়স মাত্র দুই! বিরল প্রতিভা! ১০ মিনিটে এই কাণ্ড করতে পারে সে! ভিডিও অবাক করবে!








