West bardhaman: Viral Video | এ কী কাণ্ড! চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্লাটফর্মে পড়ে গেলেন মহিলা যাত্রী, তারপর...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
West bardhaman: Viral Video | যাত্রী ও কর্তব্যরত আরপিএফ কর্মীরা ঐ মহিলাকে তাড়াতাড়ি ট্রেনের নীচে পরা থেকে উদ্ধার করেন
আসানসোল: ভুল ট্রেনে চেপেছি বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে প্লাটফর্মে পড়ে যান এক মহিলা। রেল পুলিশ জানিয়েছে, আসানসোলের রাধানগরের বাসিন্দা ওই মহিলার নাম কৃষ্ণা মাজি। তিনি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েন। ট্রেন চলতে শুরু করলে সহযাত্রীদের কাছে ট্রেনটি ডাউন চম্বল এক্সপ্রেসে বলে জানতে পেরে তিনি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পাঁচ নম্বর প্লাটফর্মে পড়ে যান। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে, কাছাকাছি থাকা যাত্রী ও আরপিএফের কর্মীরা তাঁকে ট্রেনের নীচে ঢুকে যাওয়া থেকে বাঁচান। কৃষ্ণা দেবী পরে অন্য ট্রেন ধরে ব্যাঙ্গালোর চলে যান।
[video width="1280" height="720" mp4="https://images.news18.com/static-bengali/2023/04/HYP_2757741_0_VIDEO_20230407_231500.mp4"][/video]
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘‘যাত্রীদের এ ধরনের বিষয়ে নজর দেওয়া উচিত। জীবনের ঝুঁকি নিয়ে এই ভাবে চলন্ত ট্রেন থেকে নামা উচিত নয়। ট্রেন থেকে নামার আরও অনেক উপায় রয়েছে। সেইগুলি ঘোষণা করা হয়। সে সব শুনে ট্রেনে চাপা উচিত।’’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 4:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West bardhaman: Viral Video | এ কী কাণ্ড! চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্লাটফর্মে পড়ে গেলেন মহিলা যাত্রী, তারপর...