Hit by police car : পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু পরিচারিকা মহিলার, দিশেহারা ২ নাবালক সন্তান
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
পুলিশের গাড়ির ধাক্কায় পরিচারিকার কাজ করা মহিলার মৃত্যুতে ধুন্ধুমার কাণ্ড আসানসোলে। মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয়-স্বজনরা।
আসানসোল, পশ্চিম বর্ধমান : পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার। পরিচারিকার কাজ করা মহিলার মৃত্যুতে ধুন্ধুমার কাণ্ড আসানসোলে। মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয়-স্বজনরা। অন্যদিকে মা’কে হারিয়ে দিশেহারা দুই নাবালক সন্তান। প্রায় ঘন্টা দুয়েক ধরে আসানসোলের প্রাণকেন্দ্র ভগৎ সিং মোড় অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিলে অবরোধ তুলে দেন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম কল্যাণী বাউড়ি। তিনি পরিচারিকার কাজ করে উপার্জন করে, সংসার চালাতেন। লালন পালন করতেন দুই সন্তানকে। প্রতিদিনের মতোই তিনি কাজে বের হন। কালিকাপুরের বাসিন্দা ওই মহিলার দুর্ঘটনার কবলে পড়েন ভগৎ সিং মোড়ের কাছে। অভিযোগ একটি পুলিশের গাড়ি তাকে ধাক্কা মারে।
advertisement
advertisement
দুর্নাঘটনার পর ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। কিন্তু সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর পরিবারের সদস্যরা ওই মহিলার দুর্ঘটনার খবর জানতে পারেন। পাশাপাশি মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতালেও দুর্ঘটনাগ্রস্থ কল্যাণী বাউরের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি।
এই ঘটনার পরেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন কল্যাণী বাউরির পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। মৃতদেহ সঙ্গে নিয়ে ভগৎ সিং মোড়ের কাছে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের হটাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। তা সত্ত্বেও ঘণ্টা দুই ধরে চলে বিক্ষোভ।
advertisement
মৃত মহিলার পরিবারের তরফে দাবি উঠে ক্ষতিপূরণের। পাশাপাশি অভিযুক্ত চালকের শাস্তির দাবিও তুলেছেন তারা। অবশেষে পুলিশের তরফ থেকে মৃতার সৎকারের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের কাউকে চাকরি দেওয়া এবং মোটা অংকের টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তারপরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2023 12:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Hit by police car : পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু পরিচারিকা মহিলার, দিশেহারা ২ নাবালক সন্তান






