West Burdwan News: মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপদমিত্র প্রশিক্ষণ, বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়াবেন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা

Last Updated:

West Burdwan News: এই প্রকল্পের মাধ্যমে দক্ষ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর, অসামরিক প্রতিরক্ষা দফতর মিলিয়ে করানো হয়েছে প্রশিক্ষণ। লক্ষ্য, কোনও বড় প্রাকৃতিক বিপর্যয় হলে, তারা যাতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সমাজের পাশে দাঁড়াতে পারে। 

+
মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপদমিত্র প্রশিক্ষণ, বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়াবেন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা

পশ্চিম বর্ধমান : যেকোনও বিপদের সময় স্থানীয় যুবক, যুবতীরা যাতে পাশে থাকতে পারে, প্রতিবেশী ও সমাজকে যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষা করতে, বিপদে পাশে দাঁড়াতে পারে, তার জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে আপদ মিত্র প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে দক্ষ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর, অসামরিক প্রতিরক্ষা দফতর মিলিয়ে করানো হয়েছে প্রশিক্ষণ। লক্ষ্য, কোনও বড় প্রাকৃতিক বিপর্যয় হলে, তারা যাতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সমাজের পাশে দাঁড়াতে পারে।
advertisement
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে প্রায় ৩০০ দক্ষ যুবক যুবতীকে আপদ মিত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ধাপে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। প্রত্যেকটি ধাপে কিছু যুবক যুবতীদের নিয়ে ১২ থেকে ১৪ দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই দু সপ্তাহ ব্যাপী সময়কালে দমকল, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা দফতরের বিশেষজ্ঞরা তাদের প্রশিক্ষণ দিয়েছেন মূলত যারা এমসিসি এবং এই সব বিভাগে দক্ষতার পরিচয় দিয়েছেন, তাদেরকে বাছাই করে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশাসনের উদ্যোগে।
advertisement
এই বিষয়ে অসামরিক প্রতিরক্ষা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট তমজিৎ চক্রবর্তী জানিয়েছেন, এটি কোনও চাকরি নয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া প্রশিক্ষণ মাত্র। যে প্রশিক্ষণ ওই সমস্ত যুবক যুবতীদের বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে দক্ষ বানিয়ে তুলছে। এই সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত আপদ মিত্রদের আগামীদিনে প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপদমিত্র প্রশিক্ষণ, বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়াবেন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement